বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

লিটনের মতো না খেলতে পারার আক্ষেপ শান মাসুদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:21 মঙ্গলবার, 03 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানকে উড়িয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রানে অল আউট হয়েছিল পাকিস্তান। জবাবে খেলতে নেমে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। টাইগারদের সামনে তখন চোখ রাঙাচ্ছিলো বড় ব্যবধানের হার।

বাকিটা বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্প। লিটন দাসের ১৩৮ ও মেহেদী হাসান মিরাজের ৭৮ রানে ভর করে ২৬২ রান তোলে নাজমুল হোসেন শান্তর দল। এই দুজনের ১৬৫ রানের জুটিই যেন বাংলাদেশকে এক মহাকাব্য উপহার দিয়েছে। ম্যাচ শেষে লিটনের মতো ব্যাটিং না করতে পারার আক্ষেপ করেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

কয়েকটি স্পেলে ভালো বল করলেও বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছে পাকিস্তান। নিজেদের ভুল স্বীকার করে নিয়ে পাকিস্তান দলপতি জানিয়েছেন প্রথম ইনিংসের পর নিজেদের সংগ্রহ নিয়ে বেশ স্বস্তিতেই ছিলেন তারা। অধিনায়ক হিসেবে পাকিস্তানের গত ৪ ম্যাচেই এমন ব্যর্থতা দেখেছেন মাসুদ।

তাই আক্ষেপের সুরে বলেছেন, ‘দ্বিতীয় টেস্টে আমরা ভালো বল করেছি, বিশেষ করে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর আমরা তাদের আবার ম্যাচে ফেরার সুযোগ দিয়েছি। এটা এমন একটি বিষয় যা গত চার ম্যাচ ধরে আমার অধিনায়কত্বে হয়ে চলেছে।’

পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন সাইম আইয়ুব, মাসুদ ও আঘা সালমান। দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ রিজওয়ান ৪৩ ও সালমান ৪৭ রানের ইনিংস খেলেন। কেউই লিটনের মতো ইনিংস উপহার দিতে না পারায় আক্ষেপে পুড়ছেন পাকিস্তান অধিনায়ক।

মাসুদ বলেন, ‘আমরা ভেবেছিলাম ২৭৪ রান যথেষ্ট, সেখানে ৩০-৪০ রানের জুটি হয়েছে। সাইম এবং আমি ৫০ রানের জুটিও গড়েছিলাম, তারপর আউট হয়ে যাই। ওই স্কোরগুলোকে লিটন দাসের মতো বড় করতে পারিনি। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’