সবচেয়ে সফল টি টোয়েন্টি অধিনায়কের তালিকায় মাশরাফি

সংবাদ
সবচেয়ে সফল টি টোয়েন্টি অধিনায়কের তালিকায় মাশরাফি
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এখন পর্যন্ত সবথেকে সফল অধিনায়ক টাইগারদের প্রাণভোমরা মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের প্রথম দুই আসরেই নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বে শিরোপা ঘরে তুলেছিলো ঢাকা গ্ল্যাডিয়েটর্স। 

এরপরের আসরে দল পরিবর্তন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে নেমে আবারো দলকে চ্যাম্পিয়ন করেন মাশরাফি। তবে বিপিএলের চতুর্থ আসরে ভাগ্য খুব একটা সুপ্রসন্ন হয়নি ম্যাশের। সেবার চ্যাম্পয়িনের খাতায় নাম লিখিয়েছিলো সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস।  

কিন্তু এক আসর পরেই আবারো দারুণভাবে ফিরলেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। এবার প্রথমবারের মতো রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমে দলকে চ্যাম্পিয়ন করলেন মাশরাফি। আর এরই সাথে দুর্দান্ত একটি রেকর্ডেও নাম লেখালেন তিনি। 

                                                        

এখন পর্যন্ত টি টোয়েন্টি ফরম্যাটে সবথেকে বেশি শিরোপা জয় করা অধিনায়কের তালিকায় মাশরাফির অবস্থান তৃতীয়তে। আইপিএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপ সহ মোট ৬ টি শিরোপা জিতে এই তালিকার শীর্ষে আছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্রা সিং ধোনি। 

ধোনির পর ৫টি শিরোপা জিতে দ্বিতীয়তে আছেন পাকিস্তানের শোয়েব মালিক। আর এরপরের স্থানটিই টাইগার অধিনায়ক মাশরাফির। বিপিএলে রংপুরকে চ্যাম্পিয়ন করে এই তালিকার তৃতীয়তে উঠে এসেছেন ম্যাশ। 

বর্তমানে মাশরাফির শিরোপা সংখ্যা ৪টি। তাঁর সাথে যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা এবং ইমরান নাজির। তাঁদেরও টি টোয়েন্টি শিরোপার সংখ্যা ৪টি। 

আরো পড়ুন: this topic