promotional_ad

যে ৫ কারণে সাকিব দেশের যোগ্য টেস্ট অধিনায়ক

promotional_ad

প্রায় ১২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বিচরণ করছে দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার দলে খেলার পাশাপাশি খেলেছেন বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে। বিভিন্ন দেশে মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশের ক্রিকেটের। এবার দেশের ক্রিকেটের সংকটের সময়  ক্রিকেটের অভিভাবকরা সেই সাকিবের কাঁধেই তুলে দিচ্ছে টেষ্ট ক্রিকেটের নেতৃত্ব।


কিন্তু টাইগার ক্রিকেট সমর্থকরা যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই সিদ্ধান্ত হজম করতে পারছেনা। এই কয়দিন আগেই টাইগাররা খালি হাতে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা থেকে। তার জের ধরেই চুক্তিতে থাকা কোচ হাথুরুসিংহের বিদায়। শোনা গেছে সিনিয়র ক্রিকেটারদের সাথেও নাকি মতের মিল ছিল হাথুরুর। সব মিলিয়ে এক রকম অস্থিতিশীল অবস্থায় টেস্ট দলের কাপ্তানের দায়িত্ব নিতে হচ্ছে সাকিবকে। 


তবে এই মুহূর্তে সাকিব আল হাসানই অধিনায়ক হিসেবে বাংলাদেশের যোগ্য পছন্দ। নিচে ক্রিকফ্রেঞ্জির পাঠকদের জন্য সাকিবকে অধিনায়ক করার পেছনে পাঁচটি যৌক্তিক কারন তুলে ধরা হল।


ব্যাটসম্যান ও ম্যাচ উইনার সাকিবঃ


তামিম-মুশফিকের পাশাপাশি ক্রিকেটের তিন ফরম্যাটেই সাকিব টাইগার দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। ব্যাট হাতে ৫১ টেষ্টে ৪০.৩৮ গড়ে ৩৫৯৪ রান করেন সাকিব। টেস্ট ক্যারিয়ারের জীবদ্দশায় বাংলাদেশের মোট রানের ১৪ শতাংশ (প্রায়) রান একাই করেছেন সাকিব। তার ক্যারিয়ারের সাতটি টেস্ট জয়েই সাকিব ছিলেন দলের মধ্যমণি। 



promotional_ad

দলের সেরা বোলার সাকিবঃ


ভালো ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে আরো দূর্বার সাকিব। ৫১ টেষ্টে ১৮৮ টি উইকেট শিকার করেছেন এই বাঁহাতি, যা দেশের হয়ে সর্বোচ্চ। দলের হয়ে ৫১ টেষ্ট খেলা সাকিব সবমিলিয়ে দলের ২১ শতাংশ (প্রায়) উইকেট একাই শিকার করেন। বল হাতেও প্রতি টেষ্টেই দলের অন্তপ্রান ছিলেন সাকিব।  


বিশ্বসেরাদের একজনঃ 


সাকিব শুধু দেশের সেরাদের একজন নয়। এমনকি ক্রিকেট বিশ্বের সেরাদের একজনও আমাদের সাকিব। একসময় ক্রিকেটের সব ফরম্যাটেই সেরা অলরাউন্ডার ছিল এই সাকিব। বর্তমানেও টেষ্ট ও টি-টুয়েন্টিতে একনম্বর অলরাউন্ডার সমর্থকদের শত দুয়ো শুনা এই ক্রিকেটার। ওয়ানডেতে সাকিব সেরা অলরাউন্ডারের তালিকায় থেকেও হারিয়ে যায়নি সাকিব। অবস্থান করছে দুই নম্বরে। সবমিলিয়ে এই সাকিবই আমাদের বিশ্ব ক্রিকেট র‍্যাঙ্কিংয়ের নিয়মিত একজন। 


অধিনায়ক সাকিবঃ 



এর আগেও বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন সাকিব। ৯ টেষ্ট নেতৃত্ব দিয়েই প্রথমবারের মত প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেষ্ট সিরিজ জয় করে সাকিব বাহিনী। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজ দল ঢাকা ডাইনামাইটসকে নেতৃত্ব দিয়ে গত আসরে শিরোপা জয় করেন দেশের এই সেরা তারকা। বিপিএলের এবারের আসরেও দলকে তুলেছেন ফাইনালে। 


বদলে যাওয়া সাকিবঃ 


প্রথমবার দলের নেতৃত্ব পেলেও সে সময় সাকিব বয়স ছিল মাত্র ২২। মাশরাফির ইনজুরিতে অনেকটাই অনাকাঙ্ক্ষিত ভাবে দলের নেতৃত্বভার বইতে হয় তাকে।  ২০১১ সালের দিকে অধিনায়কত্ব উপভোগ করাশুরু করলেও অসময়ে দায়িত্ব কেড়ে নেয়া হয়। এরপর আরো আটবছর আন্তর্জাতিক ক্রিকেটে বিচরণ করে বর্তমানে বেশ পরিণত সাকিব।


সহনশীলতা থেকে শুরু করে ক্রিকেট জ্ঞানেও সাকিব এখন বেশ পরিপক্ক। গত কয়েকবছর ধরে টাইগারদের নেতৃত্ব না দিলেও দলের অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে দলকে পেছন থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। এমনকি মুশফিকের টেষ্ট দলের অন্যতম হাতিয়ারও এই সাকিব। বেশ কয়েকবার মুশফিককে কিছু সিদ্ধান্ত নিতে সাকিবের দ্বারস্থ হতেও দেখা যায়। এবার সেই সাকিবের হাতেই দেশের টেষ্ট দায়িত্ব তুলে দিলেন বিসিবি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball