টাইগারদের বিপক্ষে অভিষেকেই রেকর্ডের পাতায় ধনঞ্জয়া

ছবি:

২৪ বছর বয়সী ডানহাতি অফব্রেক বোলার আকিলা ধনঞ্জয়া বেশ অনেকদিন ধরেই সীমিত ওভারের ক্রিকেট খেললেও সাদা পোষাকে অভিষেক হচ্ছিল না। অবশেষে বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে তার অভিষেক হয়েছে। অভিষেকেই রীতিমত রেকর্ড গড়ে ফেলেছেন এই স্পিনার।
চট্টগ্রাম টেস্টে দারুণ খেলা চায়নাম্যান লক্ষ্মণ সান্দাকানকে বসিয়ে রেখে অভিষেক করানো হয় আকিলা ধনঞ্জয়াকে। নির্বাচকদের ভরসার প্রতিদান দিয়েছেন ধনঞ্জয়া। ঢাকা টেস্টের দুই ইনিংস মিলিয়ে এই অফ স্পিনার নিয়েছেন ৮ (৩+৫) উইকেট। টাইগারদের দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন ৫ উইকেট।
দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ ওভার বল করেছেন তিনি। এর মধ্যে ২৪ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়েছেন। এর মধ্য দিয়ে অভিষেকেই এক ইনিংসে ৫ উইকেট নেয়া তৃতীয় লঙ্কান বোলার হিসেবে নাম লিখিয়েছেন তিনি। ধনঞ্জয়ার আগে এই কীর্তি আছে কেবল উপুল চন্দনা এবং কোশালা কুরুপ্পুয়ারাচ্চির।

তবে আরেকটি কীর্তিতে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন এই অফ স্পিনার। ঢাকা টেস্টে ৪৪ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন ধনঞ্জয়া। এর আগে লঙ্কান বোলারদের মধ্যে অভিষেকেই ৮ উইকেট ছিল কেবল অজন্তা মেন্ডিসের। ২০০৮ সালে কলম্বোয় ভারতের বিপক্ষে দুই ইনিংসেই ৪ উইকেট করে মোট ৮ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি।
তবে ৮ উইকেট তুলে নিতে মেন্ডিসের খরচ করতে হয়েছিল ১৩২ রান; কিন্তু আকিলা ধনঞ্জয়া অভিষেকে ৮ উইকেট তুলে নিয়েছেন মাত্র ৪৪ রানে। প্রথম ইনিংসে ২০ রানে ৩ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ২৪ রানে ৫ উইকেট দখল করেছেন। আর তাতেই লঙ্কান বোলারদের মধ্যে অভিষেকে সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।
তাছাড়া, অভিষেকে ৮ কিংবা তার বেশি নেয়া উইকেট শিকারীদের মধ্যে সবচেয়ে কম গড়ে উইকেট দখল করেছেন এই অফ স্পিনার। আকিলা ঢাকা টেস্টে মাত্র ৫.৫০ গড়ে উইকেট নিয়েছেন। যা টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম। আকিলা ধনঞ্জয়ার অভিষেকের প্রায় ১২৩ বছর আগে, ১৮৯৪-৯৫ মৌসুমে অস্ট্রেলিয়ার আলবার্ট ট্রট ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে সর্বনিম্ন ৬.৫০ গড়ে উইকেট নিয়েছিলেন।