উইকেট নিয়ে অজুহাত নেই বাংলাদেশের

ছবি:

সিরিজ শুরুর আগেই ভাবা হচ্ছিলো, নিদারুণ স্পিন স্বর্গ উপহার দিতে যাচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট। তবে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে দারুণভাবে হতাশ করলো চট্টগ্রামের উইকেট।
তৃতীয় দিনেও স্পিনাররা বলে টার্ন আনতে পারছেন না, যার কারণে টেস্টের তৃতীয় দিনে তাদের অর্জন মাত্র দুইটি উইকেট। তবে উইকেট নিয়ে এখনো কোনো অজুহাত দিতে রাজি নন দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
"উইকেট নিয়ে আসলে আমি অজুহাত দিতে রাজি নই। অভিযোগও করতে চাই না। হয়তোবা একটু বেশি ব্যাটিংবান্ধব উইকেট এটি। আমরা হয়তো চেয়েছিলাম উইকেট যদি একটু মন্থর থাকত বা স্পিন করলে আমাদের জন্য ভালো হতো।"; তৃতীয় দিনের খেলাশেষে জানাচ্ছিলেন সুজন।

সারাদিনে বাংলাদেশের সাফল্যের কথা বলতে গেলে, দুইজন ব্যাটসম্যানকে ডাবল সেঞ্চুরির আগেই ফেরাতে পেরেছে তারা! এছাড়া পুরো দিনে ফিল্ডিং করেই সময় কাটাতে হয়েছে রিয়াদ বাহিনীকে।
সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ অবশ্য স্বীকার করছেন, ম্যাচে টিকে থাকতে হলে ভালমানের ক্রিকেট উপহার দিতে হবে। অর্থাৎ, তিন বিভাগে ভালো করার চিন্তাভাবনা তার মনে।
"আমরাও এই উইকেটে ব্যাট করেছি, যেটা বড় ব্যাপার। ৫০০ রান করেছি, একদিনে ৩৭৪ করেছি। উইকেট নিয়ে অভিযোগ নেই। পরের দুই দিন ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে ম্যাচে টিকে থাকার জন্য।"