দলের প্রয়োজনে টেস্ট ক্রিকেটে ফিরবোঃ মাশরাফি

ছবি:

"স্বাভাবিক সবাই হতাশ। আমরা যেটা প্রত্যাশা করিনি সেটাই হয়েছে।আমরা অবশ্যই চেয়েছিলাম জিততে, কিন্তু আমরা তা পারিনি। ফাইনাল ম্যাচ হারলে সবাই ডাউন থাকে ড্রেসিংরুমে।"
ত্রিদেশীয় সিরিজ হারের পরে সাংবাদিক সম্মেলনে এসে শুরুতেই এসব কথা বলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এমন সিরিজ হারে আসন্ন টেস্ট সিরিজে দলের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।মুলত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিই দারুণ ভাবিয়ে তুলেছে তাকে। একইসাথে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরে যাওয়ায় বাড়তি চাপে থাকবে দল, এমনটাও মনে করছেন তিনি।

"প্রথমত, এটাই চ্যালেঞ্জ দলের জন্য। এখান থেকে কিভাবে উঠে আসা যায়, এখান থেকে কীভাবে ভালো খেলা যায়। অবশ্যই আমি বলব টেস্ট সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ন। ওয়ানডে সিরিজের সঙ্গে টেস্টের ব্যবধান থাকে। সিরিজ জিতলে পুরো টিমের চেহারাই অন্যরকম হতো।"কাজেই আমরা এখন টেস্টের দিকেই তাকিয়ে আছি। আর সাকিব না থাকাটা যে কেউ বলবে আমাদের জন্য অসুবিধার। ইনজুরির সঙ্গে আসলে কিছুই করার নাই। এটা হয়ে গেছে এখন। সাকিব সুস্থ হওয়া পর্যন্ত যে কয়টা খেলা আছে খেলতে হবে।"
একইসাথে দল চাইলে টেস্ট ক্রিকেটে ফেরার ইচ্ছাও প্রকাশ করেন মাশরাফি। তবে তিনি ফিরতে না পারলেও তার বিশ্বাস শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ পুনরায় উজ্জীবিত করবেন দলকে।"যদি দলের দরকার হয় অবশ্যই আমি চেষ্টা করবো ফিরতে। কিন্তু এখন মাহমুদউল্লাহ রিয়াদ আছে (ভারপ্রাপ্ত অধিনায়ক)। আমার বিশ্বাস যে ও দলকে কন্ট্রোল করতে পারবে। আর সব সিনিয়র খেলোয়াড়রা তো সাপোর্ট করবেই।"