promotional_ad

ফাইনালে জ্বলে উঠতে পারেন যারা

promotional_ad

শনিবার (২৭শে জানুয়ারি) ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটিতে দু'দলের বেশ কয়েকজন ক্রিকেটার নজরে থাকবেন। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তারাই। জেনে নেওয়া যাক এমন কয়েকজন সম্পর্কেঃ-


বাংলাদেশঃ


তামিম ইকবালঃ ইনিংসের শুরুতে বাংলাদেশ দলের জন্য বড় স্কোর গড়ার ভিত গড়ে দেয়ার ক্ষমতা রাখেন এই ওপেনার। সিরিজে নিজেদের প্রথম তিন ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক এই ওপেনার। সেখানে তার রান যথাক্রমে ৮৪*,৮৪ এবং ৭৬।


যদিও চতুর্থ ম্যাচে সফল নন তিনি। তবে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তামিম, যেকারণে ফাইনাল ম্যাচেও টাইগারদের আস্থার প্রতীক হয়ে থাকবেন তিনি।


সাকিব আল হাসানঃ তিন নম্বরে ব্যাট করে শ্রীলংকার বিপক্ষে সাকিব আল হাসান খেলেছিলেন গুরুত্বপূর্ণ ৬০ ঊর্ধ্ব ইনিংস, আর বল হাতে নিয়েছেন ৩ উইকেট। 


এছাড়া সিরিজের প্রথম দুই ম্যাচেই হয়েছিলেন ম্যাচ সেরা। এছাড়াও প্রথম ওয়ানডেতে শুরুতে বোলিংয়ে এসে প্রথম স্পেলে দুই উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন তিনি। 


promotional_ad



আর এর আগের ম্যাচেও ব্যাট হাতে পঞ্চাশ রানের ইনিংস খেলার পাশাপাশি বোলিংয়ে ৩ উইকেট নিয়ে টাইগারদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব। তাই প্রথম তিন ওয়ানডের মতো শনিবারের ফাইনালে বাংলাদেশ দলের জন্য তুরুপের তাস হতে পারেন সাকিব।


মাশরাফি বিন মর্তুজাঃ এখন পর্যন্ত পুরো আসরে দারুণ বোলিং করছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবারের ফাইনালেও ভালো করার সম্ভাবনা আছে তার। কেননা দেশের হয়ে প্রথমবারের মতো তিন জাতি সিরিজ জিততে মুখিয়ে থাকবেন তিনি।


শ্রীলংকাঃ


সুরাঙ্গা লাকমলঃ মূলত লাকমলের দুর্দান্ত বোলিংয়ের কাছেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ৮২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শুরুর দিকেই ইনফর্ম তামিম এবং এনামুলকে ফিরিয়ে দেন তিনি।


শেষমেশ মাহমুদুল্লাহর উইকেটটি নিয়ে দলের বোলিংকে আরও বেশি ধারালো করে ফেলেন তিনি। তার বোলিংয়ের সাথে বাকিদের বোলিংয়ে শেষমেশ অল্প রানেই গুঁড়িয়ে গিয়েছিলো টাইগাররা। ফাইনালেও দলকে শিরোপা জেতাতে উদগ্রীব থাকবেন এই লঙ্কান পেসার।


থিসারা পেরেরাঃ লঙ্কানদের অন্যতম মূল হাতিয়ার এই বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাট বল হাতে কার্যকারী ভূমিকা রাখতে সক্ষম এই বাঁহাতি অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে লঙ্কানরা হেরে গেলেও ব্যাট হাতে একাই দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন তিনি। 


উইকেট ছুঁড়ে না দিলে হয়তো শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়তেন তিনি। এখন পর্যন্ত প্রতিম্যাচেই ব্যাটে রান পেয়েছেন থিসারা। পাশাপাশি উইকেটের বিবেচনায় লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল তিনি। তাই ফাইনালে লঙ্কানদের জয়ের নায়ক হয়ে উঠতে পারেন থিসারা। 


লক্ষণ সান্দাকানঃ- শ্রীলঙ্কান বাঁহাতি লেগ স্পিনার লক্ষণ সান্দাকানও বল হাতে জেতাতে পারেন শ্রীলঙ্কাকে। কেননা, এখনো ব্যাট হাতে নিজেদের সুসময়ে নেই বাংলাদেশ দলের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা।


আর তাই ইনিংসের মাঝের দিকে বল হাতে জ্বলে উঠতেই পারেন লঙ্কান দলের এই 'চায়নাম্যান' বোলার। প্রসঙ্গত, ২০১৭ সালের শ্রীলঙ্কা সফরে তার বিপক্ষে ভালো করতে পারেনি টাইগার দলের ব্যাটসম্যানরা। চলতি সিরিজেও তার বিপক্ষে তেমন কোনো সাফল্য নেই টাইগারদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball