promotional_ad

অনুশীলনে মাশরাফির চোট

promotional_ad

আসন্ন ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রায় দুই সপ্তাহ ধরেই অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরই মধ্যে ৩২ জনের প্রাথমিক দল ছোটো হয়ে এসেছে ১৬ জনে।




এরই ধারাবাহিকতায়, মঙ্গলবারও অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন টাইগার ক্রিকেটাররা। সেখানেই সাব্বির রহমানকে বল করে ফলোথ্রুতে তা আটকাতে গিয়ে বাম হাতের আঙ্গুলে ব্যথা পেয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।





promotional_ad

তবে, জানা গেছে মাশরাফির চোট খুব একটা গুরুতর নয়। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেটে ব্যাটিং করছিলেন সাব্বির রহমান। তার বিপক্ষে বল করছিলেন মাশরাফি বিন মর্তুজা।




ব্যাটিংয়ের এক পর্যায়ে মাশরাফির একটি বল সাব্বির চার্জ করলে মাশরাফি তা হাত দিয়ে ঠেকাতে গেলে আঙ্গুলে ব্যথা পান তিনি। তারপর আর বল হাতে দেখা যায়নি টাইগার অধিনায়ককে। মাশরাফি ধীরে ধীরে ফিরে গেছেন ড্রেসিং রুমে। ঢোকার সময় হাতের অবস্থা জানতে চাইলে শুধু হাতটাই দেখিয়েছেন তিনি।





আর ফিরে ব্যথা পাওয়া হাতে বরফ দেন তিনি। তবে অনাকাঙ্ক্ষিত এ চোট গুরুতর নয় বলেই জানালেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এই চিকিৎসকের ভাষ্যমতে, ‘আমার পর্যন্ত আসতে হয়নি। বরফ টরফ দিয়েছে তাতেই ঠিক। এটা তেমন কিছু নয়।’




হাঁটুতে আটবার অস্ত্রপচার করা ‘নড়াইল এক্সপ্রেস’ এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কোরি অ্যান্ডারসনের একটি স্ট্রেইট ড্রাইভ ঠেকাতে গেলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball