promotional_ad

টাইগারদের ম্যাচ জেতাতে চান মিঠুন

promotional_ad

বিপিএলের এবারের আসরে দুর্দান্ত খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন আলী। রংপুর রাইডার্সের এবার বিপিএলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল মিঠুনের। ১৩ ইনিংসে ২৯.৯০ গড়ে ব্যাট হাতে করেছেন ৩২৯ রান।




স্থানীয় ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি রান ছিল কেবল টাইগারদের তারকা তামিম ইকবালের (৩৩২)। এমন পারফরম্যান্সেই জাতীয় দলের নির্বাচকদের নজর কেড়েছেন মিঠুন। ২৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মনে করেন, বাংলাদেশ দলের হয়ে আরও ভালো কিছু করার সামর্থ্য আছে তার।




মিঠুনের ভাষ্যমতে, "আসলে ভালোর তো শেষ নেই। আমি যা করেছি তার থেকেও আরও ভালো করার সুযোগ আছে। আমি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে শো করতে পারিনি। অবশ্যই প্রথম টার্গেট যে বাংলাদেশের হয়ে ভালো খেলার, কিছু করার। আমি হয়তোবা ক্লাব কিংবা ফ্রাঞ্চাইজির হয়ে ভালো খেলেছি। আলটিমেট যে গোল সেটা হচ্ছে বাংলাদেশ দলের হয়ে ভালো খেলা। আমার দিক থেকে শতভাগ চেষ্টা থাকবে যে দেশের হয়ে কিছু যেন করতে পারি।"





promotional_ad

মিঠুনের বিপিএলের দল রংপুর রাইডার্সের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। তার আস্থার কারণেই এমন অতিমানবীয় পারফরমেন্স সম্ভব ছিল বলেও মনে করেন মিঠুন। তার জাতীয় দলের দরজা পর্যন্ত আসাও এই আস্থার কারণেই জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।




এই প্রসঙ্গে মিঠুন বলেন, "আমার তো মনে হয় আমার বিপিএলের পারফরম্যান্স পুরোটাই সাহায্য করেছে। কারণ ওখানে আমার অবদান ছিল পাশাপাশি আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছিল। আমি লাকি যে আমার দলের যে অধিনায়ক ছিল বাংলাদেশ দলের উনিই অধিনায়ক। উনি আমার উপরে আস্থা রেখেছে। উনি আমার উপরে আস্থা রেখেছে বলেই আমি আজ এখানে। উনি আস্থা না রাখলে আমি এখানে থাকতে পারতাম না।"




বিপিএলের আসরের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক মিল পাচ্ছেন মিঠুন, "বিপিএলের সাথে অনেকটাই আন্তর্জাতিক ক্রিকেটের মিল আছে। আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করি। আমাদের ঘরোয়া ক্রিকেটে খুব বেশি বিদেশি থাকে না। ক্যামেরা-ক্রাউড ???াকে না। বিপিএল আন্তর্জাতিক যে আবহ সেটা পুরোটাই পাওয়া যায়। সো হয়তোবা পাঁচজন বিদেশি ছিল, বাকি সবাই দেশি। তারপরও পাঁচজন বিদেশি তাদের বিপক্ষে খেলতে হয়েছে। আবার একসঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে হয়েছে। ক্রাউডের যে প্রেসার ছিল..সব কিছু মিলিয়ে বিপিএলের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের মিল আছে।"





জাতীয় দলের হয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা করে নিয়ে, টাইগারদের ম্যাচ জেতাতে চান মিঠুন। এটাই লক্ষ্য তার। তাছাড়া, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে দলের জন্য অবদান রাখতেও মুখিয়ে আছেন তিনি। 




মিঠুন বলেন, "দেশের হয়ে যদি একটা ম্যাচ  জেতাতে পারি তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তারপরও কখন আমি কোন পরিস্থিতি পাব কিংবা কিভাবে আমি নিজের পারফরম্যান্স দলের হয়ে অবদান রাখতে পারব এটা এখন বলতে পারব না। অবশ্যই সুযোগ আসলে ম্যাচ জেতানোর চেষ্টা করবো। যদি খেলি- যতটুকু অবদান রাখা সম্ভব..এর থেকেও বেশি কিছু করার চেষ্টা থাকবে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball