এবার আরও ভালো কিছু করতে চান বিজয়

ছবি:

দীর্ঘ তিন বছর পর বাংলাদেশ জাতীয় দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এই দীর্ঘ সময়ে লম্বা একটা পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে হয়েছে এই টাইগার ক্রিকেটারের। পারফরমেন্স ধরে রেখে তবেই জাতীয় দলে নিজের জায়গা নিশ্চিত করেছেন বিজয়।
সোমবার, সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন, দলের বাইরে থেকে অনেক কিছুই চেষ্টা করেছেন। তবে, সবচেয়ে বড় চেষ্টাটা হলো লম্বা সময় ধরে উইকেটে থেকে দলের জন্য অবদান রাখা। কতটা পেরেছেন তা মাঠেই প্রমাণ করতে চান তিনি, "তিন বছরে অনেক কিছুই চেষ্টা করেছি। চেষ্টা করেছি নতুন কিছু করার। যদি লম্বা রান করতে পারি, যদি দলকে যদি কিছু দিতে পারি; তখন হয়তো বোঝা যাবে কী করতে পারি।"

এদিকে, সৌম্য সরকার ধারাবাহিক ভাবে রানে নেই বলে আসন্ন ত্রিদেশীয় সিরিজের দলে নেই। তামিমের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে লিটন দাসকেও বেশ কয়েকবার সুযোগ দিয়েও কোনো কাজ হয়নি। স্কোয়াডে থাকা আরেক ওপেনার ইমরুল কায়েসও ইনজুরিগ্রস্থ। ফলে, জিম্বাবুয়ে ও লঙ্কানদের বিপক্ষে যে বিজয়ই সুযোগ পাচ্ছেন তা সহজেই বলা যায়।
বিজয় জানিয়েছেন এবার সুযোগ পেলে আগের চেয়ে ভালো করার লক্ষ্যই থাকবে তার, "আমার সব সময়, ছোটবেলা থেকেই চেষ্টা করি যেখানেই খেলি, বড় কিছু করার। তাই সব সময়ই অনেক বড় কিছু করার চেষ্টা করি। এ জন্যই মনে হয়েছে যে, আগের বছরের চেয়ে যদি এবার ভালো কিছু করতে পারি, তাহলে হয়তো ভালো হবে। এই জিনিসটাই কাজ করে। আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারলে ভালো জায়গা প্রস্তুত হয়ে যায়। ভালো কিছু করতে না পারলে, কোথাও জায়গা নাই। আসলে ভাই আমার জন্য দোয়া করবেন।"
এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মনে করেন দলের সিনিয়র ক্রিকেটাররাই দলটাকে বদলে দিয়েছেন। তাছাড়া, তরুণ ক্রিকেটাররা দলটিকে ভারসাম্যপূর্ণ করেছে বলে মত এনামুল হক বিজয়ের। একারণেই টাইগারদের বর্তমান দলটি যেকোনো কিছু করার সামর্থ্য রাখে।
বিজয়ের মতে, "সিনিয়র যে কজন আছে, মাহমুদুল্লাহ ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই ও মাশরাফি ভাই; এরা সবাই অসাধারণ। এদের তুলনা হয় না। তারা বাংলাদেশ দলকে বদলে দিয়েছে। এর মধ্যে মিরাজ ও মোস্তাফিজ আসছে। সাব্বির আছে। মনে হয়েছে এই দলটা সব কিছু করতে পারবে।"