promotional_ad

প্রয়োজন নেই, তাই দলে নেই মমিনুল?

promotional_ad
বাংলাদেশের দলের রঙিন জার্সি গায়ে সর্বশেষ ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের লিটল মাস্টার খ্যত মমিনুল হক। তারপর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে ব্রাত্য এই টাইগার ক্রিকেটার।

তারপর কয়েকবার বাংলাদেশের ওয়ানডে দলে জায়গা করে নিলেও মাঠে নামা হয়নি তার। তারপর থেকেই টেস্ট ক্রিকেটার তকমা পেয়ে গেছেন তিনি। তার কারণেই হয়তো তাকে সীমিত ওভারের ক্রিকেটে বিবেচনা করেন না জাতীয় দলের নির্বাচকরা।

আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে যে মমিনুলের জায়গা হচ্ছে না তা আগেই আঁচ পাওয়া যাচ্ছিলো। রবিবার টাইগারদের দল ঘোষণার পর সেই আশঙ্কাই সত্যি হলো। বাংলাদেশের ১৬ সদস্যের দলে জায়গা হয়নি মমিনুল হকের।

জাতীয় দলের প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মমিনুলের বাদ পড়ার ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, "বেশকিছু দিন ধরেই মুমিনুল আমাদের ওয়ানডে-টি-টোয়েনিস্ট দলে সে নেই। তামিমের ইনজুরির কারনে মুমিনুলকে আমরা তখন রেখে দিয়েছিলাম। হুট করে লাগলে আমরা তাকে ব্যবহার করবো।"

এদিকে, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্সেই জাতীয় দলের দরজা খুলে গেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনের। টাইগারদের ম্যানেজমেন্ট মিথুনের ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী বলেও জনিয়েছেন প্রধাণ নির্বাচক।

মিথুনের অন্তর্ভুক্তি প্রসঙ্গে নান্নু বলেন, "মিথুন ঘরোয়া ক্রিকেট খুব ভালো খেলেছে এবার। টিম ম্যানেজম্যান্ট ওর ব্যাপারে আত্মবিশ্বাসী। আমাদের ধারনা সুযোগ পেলে ও ভালো খেলবে দেশের জন্য।"



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball