promotional_ad

তাসকিন-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন নান্নু

promotional_ad

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ এবং ওপেনার সৌম্য সরকারকে।


মূলত বেশ কিছুদিন থেকে ধারাবাহিক ফর্মে না থাকার কারণেই বাদ পড়তে হয়েছে তাসকিন ও সৌম্যকে বলে জানিয়েছেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।


গত দক্ষিণ আফ্রিকা সফরে একেবারেই নিজেদের মেলে ধরতে পারেননি এই দুই ক্রিকেটার। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে লঙ্গার ভার্সনে তাদের প্রস্তুত করাটাও একটি উদ্দেশ্য বলে জানিয়েছেন নান্নু।  রবিবার দল ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন,


'সৌম্য সব ফরম্যাটেই কিছুদিন ধরে খেলে যাচ্ছে। ওর ট্যালেন্ট নিয়ে কোন রকম কোন প্রশ্ন নেই। যেহেতু একটু ধারাবাহিকতার মধ্যে নেই, এইজন্য আমরা একটু ব্রেক দিয়েছি।  সৌম্য আমাদের পরিকল্পনার মধ্যেই আছে। যেহেতু আমাদের পুলভুক্ত খেলোয়াড়। আমরা আশা করি ও আবার ফর্মে ফিরে আসবে।'


তবে বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) ধারাবাহিক পারফর্মেন্স করতে পারলে আবারো বিবেচনায় আনা হবে তাসকিন ও সৌম্যকে জানিয়েছেন প্রধান নির্বাচক। পাশপাশি সৌম্য দ্রুত কামব্যাক করতে পারবে বলেও আশা প্রকাশ করেন নান্নু। তিনি বলেন,



promotional_ad

'সবকিছু মিলিয়েই তাকে একটা ব্রেক দেওয়া চিন্তা ভাবনা করেছি।  মানসিক ভাবে নিজেকে ফিরে পাওয়ার জন্য আন্তর্জাতিক ম্যাচে সৌম্য কিছুটা ব্রেক প্রয়োজন।  ধারাবাহিকতা রক্ষা করা খুব কঠিন জিনিস। একবার যদি ব্রেক ডাউন হয় তাহলে এটা ফিরে পাওয়া খুব কঠিন।  ও যথেস্ট ট্যালেন্ট খেলোয়াড়। ও বেশ কিছু ভালো ইনিংস দেশের জন্য খেলেছে। আমি আশা করি খুব দ্রুত সে ক্যামবেক করতে পারবে।'


তাসকিনের বাদ পড়া প্রসঙ্গেও কথা বলেছেন নান্নু। জানিয়েছেন লঙ্গার ভার্সনের ক্রিকেটে তাঁকে প্রস্তুত করতেই কিছুদিন বাইরে রাখা হয়েছে তাঁকে। নান্নুর ভাষ্যমতে, 


'তাসকিন আহমেদেরও একই অবস্থা।  শেষ দক্ষিণ আফ্রিকা সফরে প্রত্যাশীত ফর্মে ছিল না। সেই হিসেবে আমরা মনে করি ওর ঘরোয়া ক্রিকেটে খেলার প্রয়োজন আছে।  বিশেষ করে লংগার ভার্সন ক্রিকেট। এই কারনেই তাকে ব্রেক দেওয়া হয়েছে।'


দীর্ঘ দিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্মেন্স করেই মূলত তিনি জায়গা করে নিয়েছেন স্কোয়াডে বলে জানিয়েছেন নান্নু। সিরিজেও সে ভালো পারফর্ম করতে পারবে জানিয়ে তাঁর ভাষ্য, 


'এনামুল হকের কথা বলতে পারি। যথেস্ট ভালো খেলেই সুযোগ করে নিয়েছে। দুই বছর ধরেই পারফরম্যান্স করছে।  আশা করি সে এখানে ভালো করতে পারবে।'



প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড-


মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবুল হাসান রাজু ও সানজামুল ইসলাম।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball