promotional_ad

শুধু হাথুরু নয়, লড়তে হবে স্ট্রিকের বিপক্ষেও

promotional_ad

মাস দুয়েক আগেই বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে শ্রীলংকা দলের হেড কোচের দায়িত্ব কাঁধে নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও হুট করে তিনি দায়িত্ব ছেড়ে শ্রীলংকা দলের হেড কোচের দায়িত্ব কাঁধে নেন। 


দায়িত্ব নেয়ার পর সেই বাংলাদেশেই আসতে হচ্ছে হাথুরুকে। লঙ্কানদের দায়িত্ব নেয়ার পর প্রথম অ্যাসাইমেন্ট নিয়ে বাংলাদেশে আসতে হচ্ছে সাবেক এই টাইগার কোচকে। বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলংকা।


তাই অনেকেই ধরে নিচ্ছে টাইগারদের মূল লড়াইটা হাথুরুর শ্রীলংকার সাথেই। বাংলাদেশ এবং শ্রীলংকা, দুই পক্ষই সিরিজটিকে গুরুত্বের সাথে দেখছে। তবে হাথুরুর দলের পাশাপাশি লড়তে হবে টাইগারদের লড়তে হবে হিট স্ট্রিকের জিম্বাবুয়ের সঙ্গেও। 



promotional_ad

বাংলাদেশ দলের সাবেক এই বোলিং কোচও টাইগারদের সঙ্গে চুক্তি নবায়ন না করে চলে গিয়েছিলেন ২০১৬ সালে। ২০১৪ সালে দায়িত্ব কাঁধে নেয়ার পর টাইগার বোলারদের নিয়ে ২ বছর কাজ করেছেন জিম্বাবুয়ের এই সাবেক পেসার।


তার অধিনে বাংলাদেশ দল দুই বছরে ১০ টেস্ট খেলেছে, যেখানে পেসারদের উইকেট ছিল ৩০টি। আর ওয়ানডে বোলিংয়ে বিশেষ করে পেস বোলিংয়ে বেশ সফল ছিলো মাশরাফিরা। স্ট্রিকের সময়কালে ১২৬টি উইকেট শিকার করেছে বাংলাদেশ দলের পেস ব্যাটারি। ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ শেষ হয় তার।


মেয়াদ শেষ হওয়ার পর বিসিবি তার সঙ্গে আবারও চুক্তি নবায়ন করতে চাইলে ভারী অঙ্ক চেয়ে বসেন তিনি। পরবর্তীতে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির বোলিং কোচ হিসেবে যোগ দেন তিনি।



এছাড়াও মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল গুজরাট লায়ন্সেের সঙ্গে চুক্তিও সেরে ফেলেন সাবেক এই ডানহাতি পেসার। পরবর্তীতে জিম্বাবুয়ে দলের হেড কোচের দায়িত্ব নেন হিথ স্ট্রিক।


এই হিথ স্ট্রিকই তার দল ???িয়ে বাংলাদেশে সিরিজ খেলতে আসছেন আগামী সপ্তাহে। তাই বাংলাদেশ দলের লড়াইটা এখন হাথুরুর অধীনে থাকা শ্রীলংকার পাশাপাশি হিট স্ট্রিকের জিম্বাবুয়ের বিপক্ষেও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball