promotional_ad

বাংলাদেশ সফরে এনটিনিকে পাচ্ছে না জিম্বাবুয়ে

promotional_ad

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ফাস্ট বোলার মাখায় এনটিনি জিম্বাবুয়ে ক্রিকেটের সাথে সম্পর্ক ছিন্ন করছেন। গ্রাহাম ক্রিমারদের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। 


দুই বছরের চুক্তিতে জিম্বাবুয়ে দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। ২০১৬ সালের দিকে দায়িত্ব নিয়েছিলেন তিনি। চুক্তির মেয়াদ ছিল ২০১৮ সালের জানুয়ারি মাস পর্যন্ত। 


জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এনটিনির সাথে চুক্তি বর্ধিত করতে চেয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটারের আগ্রহ না থাকায় আসন্ন মৌসুমের জন্য নতুন কাউকে খুঁজতে হবে দেশটির ক্রিকেট কর্তাদের।


জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'দুঃখের সাথে জানাচ্ছি যে মাখায়া এনটিনি, জাতীয় দলের বোলিং কোচ তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। মাখায়া জিম্বাবুয়ে ক্রিকেটে অভিজ্ঞতা ও ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ করেছেন। জিম্বাবুয়ে দল তার সান্নিধ্য পেয়ে ধন্য। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই শেখার ছিল অনেক কিছু।'



promotional_ad


মাখায়া এনটিনির পদত্যাগ পত্র গ্রহন করতে না চাইলেও তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দুই বছর আগে জিম্বাবুয়ে ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন ২০১১ সালে অবসর নেয় এনটিনি।


২০১৬ সালে হেড কোচ ডেভ হোয়াটমোর অধীনে বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন ১০১ টেস্ট খেলা এনটিনি। হোয়াটমোরের বিদায়ে প্রধানকোচের দায়িত্ব পালন করেছিলেন বেশ কিছু দিন।


প্রধান কোচ হিসেবে হিথ স্ট্রিক দায়িত্ব নেয়ার পর বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে যান মাখায়া এনটিনি। এবছরের জানুয়ারিতেই বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে খেলবে জিম্বাবুয়ে দল। 



দুই সপ্তাহ ব্যবধানে শুরু হতে যাওয়া সিরিজের আগে এনটিনি বিদায় নেয়ায় বোলিং কোচ ছাড়াই বাংলাদেশে আসবে গ্রাহাম ক্রিমারের জিম্বাবুয়ে। বর্তমানে জিম্বাবুয়ে দলের প্রধান কোচের পদে আছেন সাবেক বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball