promotional_ad

ইংলিশ ক্রিকেটের চতুর্থ দুর্ভাগা ক্রেন

promotional_ad

অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে সিডনিতে অভিষেক হয়েছে ২০ বছর ৩২০ দিন বয়সী ম্যাসন ক্রেনের। ১৯২৮ সালে ইয়ান পেবলসের পর গত ৯০ বছরে ক্রেনই সর্বকনিষ্ঠ বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নেমেছেন। ইংলিশ ক্রিকেট ভক্তরা অবশ্য তাকে খুব ভালো ভাবে নেয়নি। সিডনিতে মাঠে নেমেই পেয়েছে দর্শকদের দুয়ো।


কারণ  নিজের প্রথম ১৭ ওভারের মধ্যে ১০ বারই যে বল করতে গিয়ে থমকে গেছেন তিনি! অভিষেকের চাপ সামলে  ধীরে ধীরে ঠিকই ছন্দে ফিরেছেন তিনি। শনিবার তৃতীয় দিনে ‘ডাবল সেঞ্চুরি’র দিকে এগিয়ে যাওয়া অজি ব্যাটসম্যান উসমান খাজাকে ব্যক্তিগত ১৭১ রানে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ক্রেন তুলে নিয়েছেন তাঁর সাদা পোষাকের ক্রিকেটের প্রথম উইকেট।


খাজা অবশ্য ১৩২ রানেই থামতে পাড়তেন।  এবারের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের অভিষিক্ত বোলারদের যেন 'নো বল' রোগ পেয়ে বসেছে। মেলবোর্নে আগের টেস্টে ইংল্যান্ডের জার্সি গায়ে অভিষেক হয় টম কারেনের। সে ম্যাচে ৯৯ রানে ব্যাট করছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। কারেন তাঁকে আউট করলেও ‘ওভারস্টেপিং’ করায় সেটা ছিল ‘নো বল’।



promotional_ad

ইংল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে ‘নো বল’ করার কারণে টেস্টে প্রথম উইকেট থেকে বঞ্চিত হয়েছিলেন কারেন। এদিকে এই ইংলিশ ক্রিকেটার স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। তার সঙ্গে দুর্ভাগাদের তালিকায় ক্রেনও আছেন। খাজা তখন ১৩২ রানে ব্যাট করছিলেন। লাঞ্চের আগের ওভারে ক্রেনের চতুর্থ বলটি লাগে খাজার প্যাডে।


ক্রেনের সাথে এলবিডব্লিউয়ের আবেদনে গলা মেলায় পুরো ইংলিশ দল। আম্পায়ার কুমার ধর্মসেনা তা নাকচ করে দিলে রিভিউ নেন ইংলিশ অধিনায়ক জো রুট। টিভি রিপ্লেতে দেখা যায়, সেটি ছিল আউট! প্রথমত, খাজা কোনো শট খেলেননি, দ্বিতীয়ত বলটা আঘাত করত তাঁর অফ স্ট্যাম্পে। তারপরও খাজা আউট হননি। কারণ ক্রেনের বলটি ছিল নো। এই ইংলিশ স্পিনারের পা ছিল দাগের ওপাশে!


২০১৩ সালের পর থেকে ক্রেন ইংলিশ ক্রিকেটে চতুর্থ দুর্ভাগা ক্রিকেটার হিসেবে নো বলের কারণে নিজের প্রথম উইকেট বঞ্চিত হয়েছেন। পাঁচ বছর আগে অ্যাডিলেড টেস্টে ‘নো বল’ করায় ব্রাড হাডিনের উইকেট নিতে পারেননি অভিষিক্ত বেন স্টোকস। যা হতে পারত তাঁর প্রথম টেস্ট উইকেট। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে একই দুর্ভাগ্যের শিকার হন আরেক ইংলিশ পেসার মার্ক উড। মেলবোর্নে স্টোকস উডের পথেই হাঁটলেন এবার কেরেন ও ক্রেন!




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball