promotional_ad

রাতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন সাকিব

promotional_ad

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মেরিলেবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 


এমসিসির প্রথম সভা অনুষ্ঠিত হবে সিডনিতে আগামী ৯ ও ১০ই জানুয়ারি। আর সেখানে যোগ দিতে আজ শনিবার (৬ জানুয়ারি) রাতে সিডনির উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সিডনিতে পা রেখে আগামী বিশ্ব ক্রিকেটের সাবেক ও বর্তমান সেরা কিংবদন্তী ক্রিকেটারদের নিয়ে গঠিত সভাতে অংশ নিবেন সাকিব।


এদিকে সাকিবের পাশাপাশি এই সভায় প্রথমবারের মতো অংশ নেয়ার কথা রয়েছে সাবেক ক্যারিবীয় পেসার ইয়ান বিশপ, শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও আম্পায়ার কুমার ধর্মসেনা এবং নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক ও পেস অলরাউন্ডর সুজি বেটসের।



promotional_ad

এমসিসির এই কমিটিতে আরো আছেন মাইক গ্যাটিং, ভিন্স ফন ডার বাইল, ব্রেন্ডন ম্যাককালাম, রমিজ রাজা, জন স্টিভেনসন, কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, রড মার্শ, রিকি পন্টিং ও টিম মে। 




        ছবি- সাকিবকে প্রেরণকৃত এমসিসির সেই চিঠি



কয়েকদিন আগে এমসিসির প্রদানকৃত এই সম্মানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব। সাংবাদিকদের তিনি বলেন,  'এটা অনেক বড় একটা সম্মান। খেলোয়াড় থাকা অবস্থায়ই এখানে সুযোগ পাওয়ায় আরও বেশি ভালো লেগেছে। আমি নিশ্চিত নই, খেলোয়াড় থাকা অবস্থায় কতজন এই কমিটিতে এসেছেন বা আদৌ সে রকম কেউ এসেছেন কি না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball