promotional_ad

মেহেদী, আরিফুলদের সম্ভাবনা উড়িয়েই দিলেন সুজন

promotional_ad

বিপিএলের সবশেষ আসরে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশ দলের আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন টাইগারদের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।


অসাধারণ পারফরমেন্স করে প্রথম বারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন মেহেদী হাসান, আরিফুল হক ও আবু জায়েদ রাহীরা। তবে, আসন্ন ত্রিদেশীয় সিরিজে তাদের সুযোগের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।


এদিকে, হাথুরুসিংহের বিদায়ের পর টাইগারদের প্রধান কোচের আসনটি ফাঁকাই রয়েছে। আসন্ন ত্রিদেশীয় সিরিজে ভারপ্রাপ্ত কোচ হবার সম্ভাবনা ছিলো খালেদ মাহমুদ সুজনের। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি। তবে দায়িত্বটা প্রায় তেমনই, টেকনিক্যাল ডিরেক্টর।এখন বাংলাদেশ জাতীয় দলের সর্বেসর্বা তিনিই। ভবিষ্যৎ কোচের দৌড়ে নিজেকে প্রমাণের জন্য তাই সামনের সিরিজটি তার জন্য বেশ গুরুত্বপূর্ণ।



promotional_ad

ফলে, দল নির্বাচনে কোনো ধরণের ঝুঁকি নিতে চাইছেন না। সে কারণেই তরুণদের সুযোগের সম্ভাবনা নেই বললেই চলে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন,'সত্যি কথা বলতে গেলে অভিজ্ঞতা সবসময় কথা বলে। অভিজ্ঞ খেলোয়াড় তো আমাদের আছেই। আমি মনে করি, এখানে আসলে ইমোশনাল হলে চলবে না, প্রফেশনাল সিদ্ধান্ত নিতে হবে।


যে খেলোয়াড়রা আমাদের টিমের জন্য ভালো হবে, আমাদের প্লান অনুযায়ী যাদের খাটাতে পারবো সেরকম খেলোয়াড়ই আমি টিমে চাই।'আসন্ন ত্রিদেশীয় সিরিজে এনামুল হক বিজয়ের সুযোগ মিলতে পারে আর দলের বাইরে যেতে পারেন ব্যাড বয় সাব্বির রহমান।


তার পরেও ক্রিকেট পাড়ায় আলোচনার শীর্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজে টাইগারদের সম্ভাব্য দল। সব কিছু ঠিক থাকলে রোববার ত্রিদেশীয় সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball