promotional_ad

রুটের আক্ষেপের দিনে উজ্জ্বল অজি বোলাররা

promotional_ad

সিডনিতে সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিক ইংলিশদের সংগ্রহ ৫ উইকেটে ২৩৩ রান। দিন শেষে ৫৫ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন মিডেল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান।


ইংলিশদের হয়ে দলীয় সর্বোচ্চ ৮৩ রান এসেছে অধিনায়ক রুটের ব্যাট থেকে। অজিদের হয়ে দুই পেসার জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স শিকার করেন ২টি করে উইকেট।


এদিন ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট। রুটের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ইংলিশরা। দুই ওপেনার মার্ক স্টোনম্যান এবং অ্যালিস্টার কুক মিলে ওপেনিং জুটিতে ২৮ রান যোগ করেন।



promotional_ad

ওয়ানডে মেজাজে খেলে স্টোনম্যান ফেরেন ২৪ বলে ২৪ রান করেন। এরপর তিন নম্বরে নেমে কুকের সঙ্গে জুটি বাঁধেন জেমস ভিন্স। দলীয় ৮৮ রানে ভিন্স ২৫ রান করে কামিন্সের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন।


এর খানিক পরে ওপেনার অ্যালিস্টার কুককেও লেগ বিফরের ফাঁদে ফেলে বিদায় করেন পেসার জশ হ্যাজেলউড। কুক বিদায় নেয়ার পর রুট এবং মালানের ব্যাটে লড়তে থাকে ইংলিশরা।


পুরো সিরিজে সেঞ্চুরির দেখা না পাওয়া ইংলিশ অধিনায়ক সেঞ্চুরি হাঁকানোর আভাসও দিচ্ছিলেন। কিন্তু মালানের সাথে ১৩৩ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৮৩ রানে মিচেল স্টার্কের বলে মিচেল মার্শের হাতে ক্যাচ তুলে দেন এই ইংলিশ ব্যাটসম্যান।



শেষ বেলায় বেয়ারস্টো ৫ রান করে বিদায় নিলে ৮১.৪ ওভারে ২৩৩ রানে দিন শেষ করে ইংলিশরা। ডেভিড মালান ক্রিজে অপরাজিত থাকেন ৫৫ রান নিয়ে।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball