অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

promotional_ad

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 


এমসিসির প্রথম সভা অনুষ্ঠিত হবে সিডনিতে আগামী ৯ ও ১০ই জানুয়ারি। আর সেখানে যোগ দিতে ৭ তারিখ দেশ ছাড়বেন সাকিব। এর আগে গত অক্টোবর মাসে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি তাদের নতুন সদস্য হিসেবে সাকিবকে অন্তর্ভুক্ত করে। 


সাকিবের আগে এই কমিটিতে যুক্ত হয়েছিলেন মাইক গ্যাটিং, ভিন্স ফন ডার বাইল, ব্রেন্ডন ম্যাককালাম, রমিজ রাজা, জন স্টিভেনসন, কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, রড মার্শ, রিকি পন্টিং ও টিম মে। 


promotional_ad

এদিকে কমিটিতে সাকিব ছাড়া আরো নতুন মুখ যারা এসেছেন তাঁদের সকলকে একটি অভিনন্দন বার্তা প্রদান করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং। বিশেষ করে সাকিবের কথা উল্লেখ করে তিনি বলেন, 


'কমিটিতে আসা প্রথম বাংলাদেশি সাকিব। বিশ্ব ক্রিকেটের সব সংস্করণেই তাঁর ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে। আমাদের প্রত্যাশা, কমিটিতে এসে অন্য নতুনদের সঙ্গে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।'


        ছবি- সাকিবকে প্রেরণকৃত এমসিসির সেই চিঠি


এদিকে এমসিসির প্রদান করা এই সম্মানের সম্প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব। সাংবাদিকদের তিনি বলেছেন,  'এটা অনেক বড় একটা সম্মান। খেলোয়াড় থাকা অবস্থায়ই এখানে সুযোগ পাওয়ায় আরও বেশি ভালো লেগেছে। আমি নিশ্চিত নই, খেলোয়াড় থাকা অবস্থায় কতজন এই কমিটিতে এসেছেন বা আদৌ সে রকম কেউ এসেছেন কি না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball