ক্রিকইনফোর প্রতি সাকিবের কৃতজ্ঞতা জ্ঞাপন

আন্তর্জাতিক
ক্রিকইনফোর প্রতি সাকিবের কৃতজ্ঞতা জ্ঞাপন
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

গত বছরটি টেস্টের সাদা পোশাকে অনেকটাই রাঙ্গিয়ে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও সমানভাবে পারফর্ম করেছিলেন সাকিব। 

নিউজিল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত একটি সেঞ্চুরিসহ ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও অসাধারণ খেলেছিলেন সাকিব। 

বল হাতেও দারুণ ফর্মে ছিলেন সাকিব গত বছর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করে অজিদের বিপক্ষে দলকে প্রথম জয় এনে দিয়েছিলেন টাইগার এই অলরাউন্ডার। 

বছর জুড়ে এরূপ দুর্দান্ত পারফর্মেন্সের দরুন জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।

ক্রিকইনফোর ঘোষিত সেরা একাদশে অলরাউন্ডার হিসেবেই জায়গা পেয়েছেন সাকিব। তিনি ছাড়া অবশ্য আর কোনো বাংলাদেশি ক্রিকেটার এই একাদশে জায়গা পাননি। 

আর ক্রিকইনফোর প্রদানকৃত এই সম্মাননায় বেশ আপ্লুত টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি ক্রিকইনফোকে ধন্যবাদ জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব। ক্রিকইনফোকে ধন্যবাদ দিয়ে সাকিব লিখেছেন, 

'বিশ্ব মঞ্চে বাংলাদেশ কে প্রতিনিধিত্ব করা অবশ্যই গর্বের। আজ সাকিব আর মুশফিক বিশ্বের স্বনামধন্য ইএসপিএন ক্রিকইনফো এর ২০১৭ সালের সেরা টেস্ট একাদশ এর অংশ হতে পেরে অত্যন্ত গর্বিত। আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।'



ক্রিকইনফোর টেস্ট একাদশ:

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া),  ডিন এলগার (দ. আফ্রিকা), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), ভিরাট কোহলি (ভারত), চেতেশ্বর পুজারা (ভারত), কুইন্টন ডি কক (দ. আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দ. আফ্রিকা), জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)

আরো পড়ুন: this topic