সিডনি টেস্টের আগে দুঃসংবাদ পেল ইংলিশরা

আন্তর্জাতিক
সিডনি টেস্টের আগে দুঃসংবাদ পেল ইংলিশরা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ইংলিশ শিবির। সাইড স্ট্রেন ইনজুরির কারণে সিরিজের শেষ টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন দলের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। 

মঙ্গলবার সিরিজের শেষ টেস্টকে সামনে রেখে অনুশীলন করার সময় চোট পান এই ডানহাতি পেসার। জানা গিয়েছে, পার্থ টেস্টে অতিরিক্ত চাপ নেয়ার পাশাপাশি মাঠে ৩৫ মাইল দৌড়িয়েছেন এই পেসার।

বুধবার তাকে স্ক্যান করতে পাঠানো হয়। কিন্তু স্ক্যানের রিপোর্ট হাতে আসার আগেই ইংলিশ টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তাকে শেষ টেস্টে না খেলানোর। 

ওকস ইনজুরিতে পড়ায় সিডনি টেস্টে অভিষেক হতে পারে লেগ স্পিনার ম্যাসন ক্রেনের। ২০ বছর বয়সী এই তরুন লেগ স্পিনার ইংলিশদের হয়ে দুটি টি-টুয়েন্টি খেললেও এখনও টেস্ট অভিষেক হয়নি তার।

একই ইনজুরির কারণে গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে যেতে হয়েছিল ওকসকে। ওকসের ইনজুরি নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। রুট জানান,

'চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওকস যে ইনজুরিতে পড়েছিল আবারো সেই একই ইনজুরিতে পরেছে সে। সে দলের অনেক গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং লাল বলে সে অনেক কার্যকারী একজন বোলার। তার ইনজুরি আমাদের জন্য সত্যি দুর্ভাগ্যের ব্যাপার।'   

আরো পড়ুন: this topic