মুস্তাফিজদের আরো ধারাবাহিক হওয়ার আহ্বান মাশরাফির

আন্তর্জাতিক
মুস্তাফিজদের আরো ধারাবাহিক হওয়ার আহ্বান মাশরাফির
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

গত কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দল একধরনের ক্রিকেট বিপ্লবের মধ্য দিয়েই যাচ্ছে। অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া দেশের ক্রিকেটের বড় বিপ্লব হচ্ছে পেসার তৈরি করা। গত কয়েক বছরে দেশের ক্রিকেটে বেশ কয়েকজন পেসারের আগমন ঘটে। এদের মধ্যে মুস্তাফিজ-তাসকিন অন্যতম। 

আর দেশের ক্রিকেটে অভিজ্ঞ পেসারদের মধ্যে আছেন মাশরাফি-রুবেলরা। আর এই উদীয়মান ও সাবেক পেসারদের যুগলবন্দীতে সমানতালে এগিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট। নতুন-পুরনোরা কাঁধে কাঁধ মিলিয়ে অবদান রেখেছেন দেশের ক্রিকেটে। 

কিন্তু এরপরও যেন খুব একটা ধারাবাহিক নন দেশের পেসাররা। এক ম্যাচ ভালো খেললে পরের ম্যাচেই যেন নিজেকে হারিয়ে খোঁজেন তাঁরা। ধারাবাহিকতার যেন কিছুটা অভাব রয়েছে পেসারদের। কিন্তু জয়ের ধারা অব্যাহত রাখতে পেসারদের ধারাবাহিক হতেই হবে। 

টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও এমনটা মানছেন। ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে মঙ্গলবার অনুশীলন শেষে পেসারদের নিয়ে নিজের অভিব্যক্তির কথা জানান দেশের ওয়ানডে দলের পেস আক্রমণের নেতা। মাশরাফি বলেন,

'গত তিন সাড়ে তিন বছরে যা জিতেছি, জেতা ম্যাচগুলোর দিকে তাকালে দেখবেন যে পেসাররা ভালো করেছে। আবার হেরে যাওয়া ম্যাচগুলো দেখলে দেখবেন যে, ওইখানেও অতোটাই খারাপ ছিলো।' 

২০১৭ সালেও টাইগারদের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সেরা তিনে ছিলেন দুইজন স্পিনার। একমাত্র পেসার হিসেবে গত বছর সেরা উইকেট সংগ্রহের তালিকার সেরা তিনে ছিলেন মুস্তাফিজুর রহমান।

কিন্তু দেশের পেসাররা যদি আরো বেশি অবদান রাখতে পারতেন টাইগাররা আরো বেশি কিছু অর্জন করতে পারতেন। তাই দেশের ক্রিকেটকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে মাশরাফি পেসারদের আরো ধারাবাহিক হওয়ার আহ্বান করেছেন।  তার ভাষায়,

'আমাদের ধারাবাহিকতাটা যথাযথভাবে নাই। টানা নয়টা-১০টা ম্যাচ ভালো করলে, এ রকম ধারাবাহিকতা থাকলে হয়তো আমাদের সুযোগ বেশি থাকবে। যে ম্যাচগুলো জিতেছি, সেখানে কেমন পরিবেশ ছিলো; মাঠে যদি সেটা তৈরি করতে পারি আসলে আমার মনে হয় পেসাররা আবার ভালো করবে।' 

আরো পড়ুন: this topic