promotional_ad

স্টোকসের পরিবর্তে মালান

promotional_ad

অ্যাশেজ টেস্ট সিরিজের পরই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়বে একদিনের ক্রিকেটের সিরিজের জন্য। পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে ১৪ ই জানুয়ারি থেকে। এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারী ইংল্যান্ড। 


থ্রি-লায়ন্সদের এই দলে ওয়ানডে দলের নিয়মিত সদস্যদের অনেকেই আছেন। কিন্তু নিয়ম শৃঙ্খলার ফাঁদে আটকা পড়া বেন স্টোকসকে বাদ পড়তে হয়েছে। ব্রিস্টল কেলেঙ্কারির তদন্তের রায় এখনো নিষ্পত্তি না হওয়ায় অজিদের বিপক্ষে ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে থাকা বেন স্টোকসকে ছাড়াই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।


এই তারকা অলরাউন্ডারের পরিবর্তে ইংলিশরা দলে ভিড়িয়েছে অ্যাশেজে ব্যাট হাতে ফর্মে থাকা ডেভিড মালানকে। মিডলসেক্সের বাঁহাতি ব্যাটসম্যান মালান এর আগে ইংলিশদের হয়ে টেস্ট ও টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। কিন্তু ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে খেলা হয়নি এই ব্যাটসম্যানের।



promotional_ad


তবে বেন স্টোকস দলে না থাকলেও একই অভিযোগে অভিযুক্ত অন্য ক্রিকেটার অ্যালেক্স হেলস আছেন ইংলিশদের দলে। হেলসের অভিযোগ খুব গুরুতর না হওয়ায় খেলা চালিয়ে যেতে পারবেন এই ওপেনার বলে জানা গেছে।


এছাড়া জো রুট, মঈন আলী, জনি বেয়ারস্টো ডেভিড উইলি ও ক্রিস ওকসদের মত নিয়মিতরা আছেন দলে। ইংলিশদের নেতৃত্বভার থাকছে একদিনের ক্রিকেটে ইংলিশদের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগানের কাঁধে। 



ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারান, অ্যালেক্স হেলস, লিয়াম পাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড মালান, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball