promotional_ad

নতুন বছরে নতুন মিশনে নাসির-মিরাজ-তাসকিন

promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ একটি বছর পার করেছে বাংলাদেশ দল। দলের পাশাপাশি দলের খেলোয়াড়রাও পুরো বছর জুড়েই ছিলেন ফর্মে।


ব্যাট বল হাতে তাদের পারফর্মেন্স ছিল চোখে পড়ার মত। দেশের হয়ে খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও পারফর্মেন্স দিয়ে নজর কেড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।


তবে সব ক্রিকেটারকে পেছনে ফেলে ২০১৭ সালে বছরটি পুরোপুরি নিজের করে নিয়েছিলেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। জাতীয় ক্রিকেট লীগের আসরে রংপুরের জার্সিতে বছরটা শেষ করেছেন ২৯৫ রানের অসাধারণ এক ইনিংস দিয়ে।



promotional_ad

আর এই ইনিংসটাকেই বছরের শেষে নিজের বড় সাফল্য মানছেন তিনি। নতুন বছরে তাঁর লক্ষ্য নিয়ে প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে নাসির জানান, '২০১৭ সালের শেষটা আমার জন্য ভালো হয়েছে। নতুন বছরে যে জায়গায় সুযোগ পাবো সেরাটা দেয়ার চেষ্টা করবো। বাড়তি কোনো লক্ষ্য নেই।


নাসিরের মত তরুন মেহেদি হাসান মিরাজও নতুন বছরকে নিজের করে নিতে চান। ২০১৮ সালে নিজেকে করে তুলতে চান আরও পরিপক্ব। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিজেকে পারদর্শী করে তুলতে চান এই তরুন। তাঁর ভাষায়,


'২০১৭ সালে আমাদের জন্য অনেক ইতিবাচক ঘটনা ঘটেছে। নতুন বছরে সেসব অনুপ্রেরণা জোগাবে। ২০১৮ সালটি কেমন হবে, বলা কঠিন। দলগতভাবে সবার চেষ্টা থাকবে শতভাগ দিয়ে খেলার। আমিও চেষ্টা করবো ভালো করতে। বোলিং নিয়ে ফোকাসে আছি। এটাতে আরো ভালো করতে চাই। সুযোগ পেলে ব্যাটিংয়েও মনোযোগ দিবো।'



২০১৭ সালের শেষের দিকে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। নতুন জীবনে পা দেয়ার আগে দক্ষিণ আফ্রিকায় ভালো করতে পারেননি এই পেসার।  তাই ২০১৮ তে নিজেকে পুরোদমে ফিরে পেতে চান। বেশী করে পরিশ্রম করার ইঙ্গিতও দিয়েছেন এই ডানহাতি পেসার। তিনি জানান,


'শেষ দুটি সিরিজ আমাদের ভালো যায়নি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজটি বোলারদের জন্য খুব খারাপ ছিলো। আশা করি, নতুন বছরের শুরুতে আমরা ফিরে আসবো। সবাই পরিশ্রম করছে। নতুন বছরে আমি আমার শক্তির জায়গা ইনসুইং নিয়ে বেশি কাজ করতে চাই। আশা করছি, ভালো কিছু করতে পারবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball