promotional_ad

ত্রিদেশীয় সিরিজের সেরা বোলার হতে চান সানজামুল

promotional_ad

আগামী মাসে ঘরের মাঠে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে সেরা বোলার হতে চান টাইগার বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। তবে, সেই লক্ষ্য পূরণ করতে হলে একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এই বাঁহাতিকে। প্রথমেই তাকে বাংলাদেশ দলের একাদশে নিজের জায়গা নিশ্চিত করতে হবে।




জায়গা নিশ্চিত করার আগে,  ফিটনেস পরীক্ষায় পাস করে ক্যাম্পে জায়গা করে নিতে হবে। সেখানে ট্রেনিংয়ের পর যদি নির্বাচকদের সুনজরে আসতে পারেন তবেই দলের একাদশে জায়গা পাওয়া সম্ভব। তবে, পথটাকে বেশ কঠিনই মনে করছেন তিনি।





promotional_ad

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সানজামুল জানিয়েছেন, ‘এখানে ৩২ জনের স্কোয়াড। এই ক্যাম্প থেকে ফিটনেস টেস্ট আছে, এগুলো পাশ করে দলে ঢোকার একটা চ্যালেঞ্জ আছে। তাই এভাবে প্রস্তুতি নেব যাতে দলে ঢুকতে পারি। পরিকল্পনা তো অবশ্যই আছে, লক্ষ্যও থাকে আমারও আছে। যদি দলে সুযোগ পাই সেরা বোলার হতে চাই, যেমন আমি নিয়ন্ত্রিত বোলিং করতে চাই আর উইকেট যে কয়টা পাই। সেরা উইকেটশিকারি হতে পারলে এটা অবশ্যই আমার জন্য অনেক বড় অর্জন হবে।’




এদিকে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও বাংলাদেশের অংশগ্রহণে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে নিজেদেরই ফেভারিট মনে করছেন সানজামুল। এর অবশ্য কারণও আছে। গত কয়েক বছর ধরেই ঘরের মাঠে দুর্দান্ত খেলছে বাংলাদেশ দল। তাছাড়া, সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করলেও এগিয়ে থাকবে টাইগাররা।





এই প্রসঙ্গে সানজামুল বলেন, ‘যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা সুতরাং আমাদের সুযোগটা বেশি থাকবে। আর অবশ্যই তাদের উপর চাপটা বেশি থাকবে। আর ঘরের মাঠে হলেও আমাদেরও কিছু চাপ থাকবে। তবে চেষ্টা থাকবে সিরিজটা জেতার। আমার মনে হয় ওদের থেকে আমাদের স্পিন আক্রমণ বেশি ভালো। এমনকি দল হিসেবেও আমরা বেশি ভালো। তাই মাঠে নির্দিষ্ট দিনে যদি আমরা ভালো পারফর্ম করতে পারি তাহলে জিতব। তিন দলের মধ্যে আমাদের দলটাই ফেভারিট।’




চলতি বছরের শুরুতে ডাবলিনে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪র্থ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সানজামুল। ৫ ওভার বল করে ২২ রানের বিনিময়ে দু’টি উইকেট নিয়েছিলেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে এটিই তার একমাত্র ম্যাচ। এর আগে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে এ বছরের মার্চে শ্রীলঙ্কা সিরিজে তিনি দলে ডাক পান। এই টাইগার স্পিনার প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০ ম্যাচে ২২৪টি উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball