promotional_ad

টাইগারদের বিপক্ষে লঙ্কানদের দল ঘোষণা

promotional_ad

বাংলাদেশে আগামী মাসে তিন জাতি সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি). আর এই ২৩ সদস্যের প্রাথমিক দল নিয়ে ২৮ তারিখ থেকে কাজ শুরু করবেন সদ্য নিজুক্ত কোচ চন্ডিকা হাথুরুসিংহে।


এসএলসির'র এক বিবৃতিতে ২৩ সদস্যের স্কোয়াডসহ নব্য নিযুক্ত কোচের প্রথম এসাইনমেন্টটাও নিশ্চিত করে। বাংলাদেশ সফরে তিন জাতির সিরিজকেই সামনে রেখে লঙ্কানদের সহযোগী কোচ নিক পটাশকে নিয়ে প্রাথমিক দল গোছানোর কাজে নিমিত্ত হবে লঙ্কান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।



promotional_ad

তবে ২৩ সদস্যের অনেক ক্রিকেটার এখনো ভারত সফরে থাকায় অনুশীলন শুরু হবে ২৮ ই ডিসেম্বর থেকে। কিন্তু তালিকায় থাকা এই ২৩ ক্রিকেটারকে চলমান লঙ্কান ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য অনুরোধ করেছে লঙ্কান হেড কোচ।


এসএলসির'র এক বিবৃতিতে এসএলসি প্রধান থিলাঙ্গা সুমাথিপালা জানান , 'তালিকায়  থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য অনুরোধ করেছে প্রধান কোচ। আর আমরা তার কথানুযায়ী সেটাই বহাল রেখেছি'

লঙ্কানদের ২৩ সদস্যের প্রাথমিক দল:



থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলক, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল পেরেরা, অসিলা গুণরাত্ন, নিরোশান ডিকওয়েলা, সাদিরা সামবিক্রমা, নুওয়ান প্রদীপ, দাসুন শানাকা, লাহিরু গ্যামাগে, বিশ্ব ফার্নান্দো, দুষ্মন্ত সামিরা, শিহান মধুশঙ্কা ,লাহিরু কুমারা , আকিলা দানঞ্জয়া, জেফারি ভাণ্ডারসি, আমিলা আপনসো, লক্ষন সন্দাকান, চাতুরংগা ডি সিলভা.



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball