লঙ্কান কিংবদন্তীর স্তুতিতে মিরাজ-মুস্তাফিজ

promotional_ad

গত কয়েক বছরে যে বাংলাদেশ ক্রিকেট দল যথেষ্টই উন্নতি করেছে তা ক্রিকেট বিশ্বের অনেক রথী মহারথীরাও স্বীকার করতে বাধ্য। আর টাইগারদের এই উন্নতির পেছনে অনেকাংশে অবদান রয়েছে মুস্তাফিজ, মিরাজদের মতো তরুণ ক্রিকেটারদেরও।  


আর তাই তাঁদের স্তুতি না গেয়ে থাকতে পারেননি শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকারাও। আগামীতে মিরাজ-মুস্তাফিজরা বিশ্বসেরা হয়ে ওঠার সামর্থ্য রাখেন বলে মনে করেন এই লঙ্কান লিজেন্ড। সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সাঙ্গা বলেছেন, 


'সাকিব কিন্তু একদিনে বিশ্বসেরা হয় নি। সেরা হতে দরকার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। মাশরাফি-মুশফিক আর সাকিবদের মত ক্রিকেটারদের সঙ্গে এক দলে খেলছে মিরাজ-মোসাদ্দেক-মুস্তাফিজরা। দিনে দিনে তারা আরও পরিণত হবে।'


promotional_ad

তবে মিরাজ-ফিজদের বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে দরকার তাঁদের সঠিকভাবে পরিচর্যা করার। বিষয়টি মানছেন সাঙ্গাকারা নিজেও। তাই বললেন,'গুরুত্বপূর্ণ হলো শৃঙ্খলতাপূর্ণ জীবন যাপন। মাঠের অনুশীলনের সঙ্গে সমান গুরুত্বপূর্ণ তারা মাঠের বাইরে কি করছে। সেদিকটাতেও অবশ্যই নজর দিতে হবে।'


বাংলাদেশ তাঁদের উন্নতির ধারা অব্যাহত রাখতে পারলে আগামীতে বিশ্বকাপও জিততে পারবে বলেও বিশ্বাস করেন সাঙ্গাকারা। বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করে তাঁর ভাষ্য,


'গেলো কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটের উত্থানটা অভাবনীয়। অনেক দল আছে যারা শুধু দেশেই ভালো করে। কিন্তু মাশরাফি-সাকিবরা আইসিসি ইভেন্টগুলোতেও ক্রমাগত ভালো করে আসছে।'


সাঙ্গা আরও বলেন, 'শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ও ওয়ানডে ম্যাচ জিতেছে তারা। দলের মধ্যে জয়ের মানসিকতা তৈরি হয়েছে। যা তাদের সাফল্য এনে দিবে। আমার বিশ্বাস শীঘ্রই বড় কোনো শিরোপা জিতবে বাংলাদেশ।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball