promotional_ad

ও গেইল তুমি কত দূরে

promotional_ad

১৯৭৯  সালে ক্যারিবিয়ান সাগর পাড়ের ছোট্ট শহর জ্যামাইকাতে জন্ম নেন বর্তমান সময়ের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস্টোফার হেনরি গেইল। ক্রিকেট খেলে ২০ বছর ধরে মানুষকে আনন্দ দিলেও গেইলের শৈশবটা কেটেছে জ্যামাইকার রাস্তায়। দরিদ্র পরিবারে জন্ম নেওয়ার কারণে নাড়ির টানে রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতলে জীবন ধারনের উপায় খুঁজে নেন গেইল। যে রাস্তাতে  দৈন্যপীড়িত শৈশবের উপায় খুঁজে পেলেন সেই রাস্তাতেই রঙ্গিন ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করেন তিনি।


সাগর পাড়ের রাস্তায় বোতল খোঁজার পাশাপাশি ক্রিকেট খেলাটাও চালিয়ে যান এই দরিদ্র ক্যারিবিয়ান। রাস্তায় ক্রিকেট খেলতে খেলতে শৈশবে যোগ দেন জ্যামাইকার লুকাস ক্রিকেট ক্লাবে। গেইলের ক্রিকেটের হাতেখড়ি কিংস্টনের এই ক্লাবে। শৈশবের ক্লাব থেকে ক্রিকেট দীক্ষা নিয়ে কৈশোরে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সে কারণে মাত্র ১৯ বছর বয়সে ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে বয়স ভিত্তিক দল থেকে জাতীয় দলে ডাক পান গেইল।


একদিনের ক্রিকেটে অসাধারণ নৈপুণ্যের কারণে ঠিক একবছর পর টেস্ট দলেও সুযোগ পান এই ব্যাটসম্যান। টেস্ট ও ওয়ানডেতে দুই ফরম্যাটের ক্রিকেটে নিজেকে এক সিদ্ধ ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেন গেইল। আন্তর্জাতিক ক্রিকেটের এই দুই ফরম্যাট মিলিয়ে ১৬ হাজারের বেশি রান করে নিজের জাত চেনান তিনি। ২০০৫ সালে বিশ্ব ক্রিকেটে টি-টুয়েন্টির অন্তর্ভুক্তির পর গেইল সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে নিজেকে নিয়ে যান নতুন উচ্চতায়।


২০০৭ সালে টি-টুয়েন্টির বিশ্বকাপের প্রথম আসরেই বিশ্ব ক্রিকেটে নতুনভাবে একজন মারকুটে ব্যাটসম্যান হিসেবে নিজেকে চেনান গেইল। এরপর থেকে ক্রিকেটের এই ছোট ফরম্যাটে গেইলের আগ্রাসন যেন থামছেই না। ছোট সংস্করণের ক্রিকেটে বড় বড় ছক্কা হাঁকানোর পাশাপাশি বড় ইনিংস খেলে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়।


টি-টুয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রানের পাশাপাশি ৮০০ ছক্কা হাঁকানো গেইল যে বর্তমান সময়ের সেরা টি-টুয়েন্টি ব্যাটসম্যান এতে কোন সন্দেহ নেই। অন্য সব কিছু বাদ দিলে গেইলের টি-টুয়েন্টি পরিসংখ্যানও তাই বলে। ২০ ওভারের খেলায় জাতীয় দল থেকে শুরু করে বিভিন্ন দেশের টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে গেইল তার ক্যারিয়ারের পরিসংখ্যানকে নিয়ে গেছে এভারেস্টের চূড়ায়। ক্রিকেটের এই ফরম্যাটে পেছনে থাকা প্রতিদ্বন্দ্বীদের রেখেছেন বেশ দূরে।



promotional_ad

প্রতিদ্বন্দ্বীদের কাছে গেইল এতটাই ধরাছোঁয়ার বাইরে যে, গেইলের পরের অবস্থানে থাকা ক্রিকেটাররা এক রাশ হতাশা নিয়ে যেন প্রতিনিয়তই বলছেন, 'ও গেইল তুমি কত দুরে'। আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেটের জন্মলগ্ন থেকে এই ফরম্যাটের খেলাটি খেলে যাচ্ছেন বিধ্বংসী ব্যাটসম্যান গেইল। প্রায় ১৩ বছর ধরে ক্রিকেটের এই ফরম্যাটে বিচরণ করে তার পথের সারথিদের কতটা পেছনে ফেলেছেন চলুন তার উত্তর খুঁজি......  


# যেখানে টেস্ট ও ওয়ানডেতে ১১ হাজার রান পূর্ণ করা একজন ব্যাটসম্যানের জন্য স্বপ্নের বিষয় সেখানে সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচে টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রান পূর্ণ করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান গেইল। ১১ হাজার ৫৬ রান করে ক্রিকেটের এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় নিজেকে নিয়ে যান অনেক উঁচুতে। ৮ হাজার ৫২৬ রান নিয়ে গেইলের পরের অবস্থানে আছেন সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম।


গেইলের সাথে ম্যাককালামের রানের পার্থক্য ২৫৩০। আপাত দৃষ্টিতে ২৫৩০ রান খুব একটা কম হলেও টি-টুয়েন্টির ক্রিকেটে এই রান করতে কমপক্ষে ১০০ ম্যাচের উপরে খেলতে হয়। তাছাড়া এবারের বিপিএলে খেলা দেখে মনে হয়েছে ম্যাককালামের ক্রিকেট ক্যারিয়ারের সূর্যটা অস্ত যেতে খুব একটা সময় নেই। তাই একথা বলাই বাহুল্য যে, গেইল ম্যাককালামের ধরাছোঁয়ারও বাইরে। 


# মোট রানের পাশাপাশি ক্রিকেটের এই ফরম্যাটে ছক্কার রেকর্ডেও গেইল প্রতিদ্বন্দ্বীদের রেখেছেন অনেক দুরে। ২০ ওভারের খেলায় এখন পর্যন্ত ৮১৯ টি ছক্কা হাঁকিয়েছেন এই সিক্স মেশিন। সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় গেইলের পরের অবস্থানে আছেন স্বদেশী কাইরন পোলার্ড। ৫০৯ ছক্কা নিয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয়তে আছেন পোলার্ড। গেইলের সাথে পোলার্ডের ছক্কার পার্থক্য ৩১০ টি। ছক্কার রেকর্ডে গেইলকে কি আদৌ কেউ ছুঁতে পারবে কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। 


# সর্বোচ্চ রান ও ছক্কার রেকর্ডের পাশাপাশি ব্যাটিং গড়েও অন্য সবার থেকে অনেকটা এগিয়ে গেইল। ২০ ওভারের খেলাতে প্রায় ৪১ গড়ে ১১ হাজার রান করেছেন এই ক্যারিবিয়ান। টি-টুয়েন্টিতে সর্বনিম্ন ২৫০ ম্যাচ খেলেছে এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড় এটাই। এছাড়া ২৫০ ম্যাচ খেলা বাকী সব ব্যাটসম্যানের ব্যাটিং গড় ৩২ এর নিচে। তাই ব্যাটিং গড়ে গেইলের পরের অবস্থানে থাকা ব্যাটসম্যানদের পক্ষে এই ব্যাটসম্যানকে ছোঁয়া প্রায় অসম্ভব।  



# টি-টুয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৩২০ ম্যাচে খেলে ২০ টি সেঞ্চুরি করেন এই ক্যারিবিয়ান তারকা। গেইল ছাড়া আর কোন ব্যাটসম্যান এখন পর্যন্ত ক্রিকেটের এই ফরম্যাটে ১০ টি সেঞ্চুরিও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৭ টি সেঞ্চুরি করেছেন ব্রেন্ডন ম্যাককালাম ও অস্ট্রেলিয়ান মাইকেল ক্লিঙ্গার। পেছনে থাকা এই দুই ব্যাটসম্যানের সাথে গেইলের সেঞ্চুরির পার্থক্য ১৩ টি। দ্বিতীয় স্থানে থাকা এই দুই ব্যাটসম্যানকে গেইলের ২০ সেঞ্চুরি ছুঁতে বহুদূর পাড়ি দিতে হবে। 


তবে ২০ বছর ক্রিকেট মাঠে বিচরণ করে ৩৮ বছরে পা দিলেও এত তাড়াতাড়ি ব্যাট প্যাড তুলে রাখছেননা গেইল। রাখবেনই বা কি করে! যে মানুষ ক্রিকেট খেলে মানুষকে আনন্দ প্রদান করেন তিনি অবসর নিলে মানুষকে আনন্দ দিবে কে! আর মানুষকে আনন্দ দেয়ার খাতিরে টি-টুয়েন্টি ক্রিকেটে সবাইকে ছাড়িয়ে যাওয়া গেইল হয়ত আরো রেকর্ড গড়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন। এমন উচ্চতায় যাবেন যেখানে পেছনে থাকা প্রতিদ্বন্দ্বীরা দূরে দাড়িয়ে বলবে, 'ও গেইল তুমি কত দূরে ।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball