promotional_ad

নিজেকে টি-টুয়েন্টির অতীত বলছেন মাশরাফি

promotional_ad

টি-টুয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেটের দিক থেকে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বল হাতে দলের সেরা পেসারদের একজন ছিলেন তিনি। 


তাই তো শ্রীলঙ্কার মাটিতে মাশরাফির টি-টুয়েন্টি অবসর সহজ ভাবে নিতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। বিপিএলে রংপুরের হয়ে মাশরাফির শিরোপা জয় সেই পুরনো আক্ষেপকে জাগ্রত করেছে। 


আসর জুড়ে অলরাউন্ড পারফর্মেন্সের পর আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে মাশরাফির অবসর নিয়ে ফের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মাশরাফিকে। মাশরাফি অবশ্য অবসর ভেঙ্গে টি-টুয়েন্টিতে ফেরার চিন্তাও করছে না।



promotional_ad

বরং বিপিএলে ভালো করার তরুন পেসারদের তার জায়গা নেয়ার আহবান জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমকেও তরুনদের উৎসাহ দেয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের কাপ্তান মাশরাফি।


 এনটিভির সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'এখন আবু জায়েদ রাহি, আবু হায়দার রনিরা ভালো করছে। এদের জন্য এটা ভালো সুযোগ। তরুনদের জায়গা দেয়ার জন্যই আমি টি-টুয়েন্টি ছেড়ে এসেছিলাম।


আমার মনে হয় এখন ওদের সুযোগ করে দেয়ার পালা। ওরা টি-টুয়েন্টি দিয়ে উঠে এসে নিজেদের বড় ক্রিকেটারে পরিনত করুক। আমি মনে করি আমার প্রসঙ্গ বাদ দিয়ে বরং তরুনদের উৎসাহ দিলে ভালো হবে।'



এবারের বিপিএলে সেরা পেসারদের তালিকায় শীর্ষে ছিলেন খুলনার হয়ে খেলা আবু জায়েদ রাহি। রানার্স আপ দল ঢাকার হয়ে খেলেছেন আরেক পেসার আবু হায়দার রনি। এবারের আসরে নিয়মিত উইকেটের দেখা পেয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball