promotional_ad

মাশরাফির ভাবনায় প্রতিপক্ষ দলের কোচ হাথুরু

promotional_ad

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। কঠিন কন্ডিশনে রানার্স আপ হয়ে সিরিজ শেষ করেছিল বাংলাদেশ।


নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত আইসিসি র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে আসে মাশরাফিরা। আগামী বছরের শুরুতেও ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে বাংলাদেশ।


এবার প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। দক্ষিন আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্মেন্সের পর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ দিয়ে জয় খরা কাটাতে চায় বাংলাদেশের কাপ্তান মাশরাফি বিন মুর্তজা।



promotional_ad

তবে কাজটা সহজ হবে না সেটাও জানেন তিনি। বিশেষ করে শ্রীলঙ্কার কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের অন্তর্ভুক্তি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে মানছেন মাশরাফি। কিন্তু অতীত না ভেবে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলেই সাফল্য আসবে।


এনটিভির সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, ‘অবশ্যই আমাদের জেতার সুযোগ আছে, হোম কন্ডিশনে খেলা হবে। অবশ্য শ্রীলঙ্কা ভালো খেলেছে ভারত সফরে। তবে সাফল্য পেতে অনেক ভালো খেলতে হবে আমাদের। তা ছাড়া চন্ডিকা হাথুরুসিংহে তাদের কোচ হয়েছে। হোমে খেলা তাই আমাদের কিছুটা সুবিধাই হবে।


তবে আমাদের কাছে ট্রফি নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাচগুলো জেতা। গত দক্ষিণ আফ্রিকা সিরিজের দিকে যদি তাকান, আমরা সব ফরম্যাটে হেরে এসেছি। আমাদের কাছে কঠিন স্টেজ ছিল, যখন সে (হাথুরুসিংহে) চলে গেছে। এখন এটা নিয়ে ভেবে লাভ নেই। নিজেদের পরিকল্পনামতোই এগুতে হবে আমাদের।’



ছবিঃ সংগৃহীত



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball