হায়দ্রাবাদের পাঁচ নম্বরের সমাধান সাকিবঃ চোপড়া

ছবি:

সানরাইজার্স হায়দ্রাবাদ গত কয়েক আসরেই দুই ওপেনার শেখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের উপর নির্ভর হয়ে একাদশ গড়েছে। ফলে মিডল অর্ডারে নির্ভর যোগ্য কেউ ছিল না দলের ইনিংস টানার জন্য।
এক্ষেত্রে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানে এই সমস্যার সমাধান দেখছেন সাবেক ভারতীয় ওপেনার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তিনি তার সাজানো একাদশে সাকিবকে পাঁচ নম্বরে রেখেছেন।
আকাশ মনে করেন মিডল অর্ডারে সাকিবের ব্যাটিংয়ের সাথে, বাঁহাতি স্পিন হায়দ্রাবাদের জন্য বেশ সহায়ক হবে। তাই তাকে নিয়মিত একাদশে রাখার পক্ষে মত দিয়েছেন তিনি।
তাছাড়া, আকাশ তার সেরা একাদশে ওপেনিংয়ে রেখেছেন শেখর ধাওয়ান ও অজি তারকা ডেভিড ওয়ার্নারকে। এ দুজনকে বেশ কয়েক আসর ধরেই হায়দ্রাবাদের ইনিংস শুরু করতে দেখা দেখা গেছে।

এরপর, ওয়ান ডাউনে রেখেছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে। চার নম্বরে মনীষ পান্ডে কে পছন্দ আকাশ চোপড়ার। তারপরই, পাঁচ নম্বরে সাকিব আল হাসানকে রেখেছেন তিনি।
ছয় নম্বরে ইউসুফ পাঠান ও দীপক হুদার যেকোনো একজনকে রাখার মত আকাশের। সাত নম্বরে জায়গা নিয়েও বেশ ভাবনার মধ্যে পড়তে হয়েছে এই সাবেক ভারতীয় ক্রিকেটারকে।
তার মতে, এখানে খেলানো যেতে পারে ক্যারিবিয়ান তারকা কার্লোস ব্রাথওয়েট অথবা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। এরপর, বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলাতে চান আরেক আফগান রশীদ খানকে।
তিন পেস বোলারের মধ্যে ভুবনেশ্বর কুমারের জায়গা নিশ্চিত। দ্বিতীয় ও তৃতীয় পেস বোলার হিসেবে সিদ্ধার্থ কাউল ও খলিল আহমেদকে বেঁছে নিয়েছেন আকাশ চোপড়া।
আকাশ চোপড়ার সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশঃ শেখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, মনীষ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান/ দীপক হুদা, কার্লোস ব্রাথওয়েট/মোহাম্মদ নবী, রশীদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, খলিল আহমেদ।