promotional_ad

আদালতে যাওয়ার হুমকি দিলো কুমিল্লা!

promotional_ad

বিপিএল ৫ এর ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ সন্ধ্যায় মাঠে নামতে যাচ্ছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।


কিন্তু এই খেলাটি মাঠে গড়ানো নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা।কেননা আবহাওয়ার পূর্বাভাস বলছে আজকের ম্যাচের আগে বৃষ্টির জোর সম্ভাবনা আছে। তেমনটি হলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ম্যাচ না খেলেই ফাইনালে চলে যাবে কুমিল্লা।


কেননা ম্যাচটির জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তবে এরপরেও গুরুত্বপূর্ণ এই ম্যাচটির জন্য রিজার্ভ ডে রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



promotional_ad

টুর্নামেন্টের প্রতিযোগিতা টিকিয়ে রাখার জন্যই এই পদক্ষেপ নিতে চাচ্ছে তারা। কিন্তু বিসিবির এই সিদ্ধান্তে বাঁধ সেধেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এমনকি বিসিবি যাতে এই পদক্ষেপ নিতে না পারে সেজন্য আইনি লড়াইয়েরও হুমকি দিয়েছে তারা!


দেশের প্রথমসারির অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের সুত্র থেকে জানা গেছে এমনটাই। বিপিএল শুরুর আগে বিসিবির পক্ষ থেকে প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজনের স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যবস্থাপক নাফিসা কামালের কাছে।


সেই চিঠিতে স্পষ্ট করে বলা ছিলো যে সুপার ওভারে খেলা না হলে পয়েন্ট টেবিলে হেড টু হেড লড়াই, রানরেট এবং বাকি সব সমীকরণেই এগিয়ে থাকা দল পরের পর্বে যাবে।



এই কারণেই রিজার্ভ ডে এর বিরোধিতা করছে কুমিল্লা কর্তৃপক্ষ।কুমিল্লার পক্ষ থেকে বলা হয়েছে বিপিএলে এ ধরনের পরিবর্তন গঠনতন্ত্র অনুযায়ী মোটেই বৈধ নয়। তাই এই নিয়ম পরিবর্তনের পক্ষে নয় তারা। আর এই কারণেই আদালতে যাওয়ার হুমকি দিয়েছে তারা। এই মর্মে বিসিবির কাছে একটি ই-মেইলও পাঠিয়েছে কুমিল্লা কর্তৃপক্ষ।  


অবশ্য কুমিল্লা যে দাবি করছে সেটিও ভুল নয়। কারণ টুর্নামেন্ট চলাকালীন সময়ে হুট করে কোনো নিয়ম পরিবর্তন করাটা মোটেও সমীচীন নয় অবশ্যই। রিজার্ভ ডে রাখার বিষয়টি আরো আগেই ভাবতে পারতো বিসিবি কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিল।

কিন্তু এই বিষয় নিয়ে খুব একটা গরজ দেখায় নি তারা শুরু থেকেই। এখন যখন বৃষ্টিতে ভেস্তে যেতে বসেছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি তখন রিজার্ভ ডের গুরুত্ব ভালো করেই বুঝতে পারছে বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball