প্রিমিয়ার লিগে রোববার মাঠে নামছে ছয় দল

ঘরোয়া
প্রিমিয়ার লিগে রোববার মাঠে নামছে ছয় দল
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

ঢাকা প??রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে  রবিবার মাঠে নামছে ছয়টি দল। ম্যাচগুলো ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপির দুটি মাঠে অনুষ্ঠিত হবে।

দিনের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের মোকাবেলা করবে। প্রাইম ব্যাংক নিজেদের প্রথম ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এবারের আসর শুরু করেছে।

অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে ৫ উইকেটে গুড়িয়ে দিয়ে দাপুটে শুরু পায়। ফলে, এই ম্যাচে জয় তুলে নিতে দুই দলই আশাবাদী।

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জ নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৩ রানে হেরে এবারের আসর শুরু করেছে।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হারায় এই ম্যাচে জয় পেতে মরিয়া হয়ে মাঠে নামবে তারা। তাছাড়া, দিনের তৃতীয় ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে।

অগ্রনী ব্যাংক নিজেদের প্রথম ম্যাচে পেস বোলিং অলরাউন্ডার সৌম্য সরকারের অলরাউন্ড নৈপূণ্যে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে এবারের আসর শুরু করেছে।

আরো পড়ুন: this topic