promotional_ad

বোলিং বিভাগের নিশ্চয়তা দিচ্ছেন তাসকিন

promotional_ad

গত দক্ষিণ আফ্রিকা সফরের পরেই দল থেকে বাদ যান টাইগার পেসার তাসকিন আহমেদ। ঘরের মাঠে চলতি বছরে খেলা তিনটি সিরিজে দলে ডাক পাননি তিনি। তবে এবারের নিদাহাস ট্রফিতে জায়গা করে নিয়েছেন তিনি। 


এই সময়ের মাঝে ঘরোয়া ক্রিকেটে বিশেষ কোনো পারফর্মেন্স ছিল না তাসকিন আহমেদের। তাই স্বভাবতই প্রশ্ন উঠতে পারে তাসকিনের দলে ডাক পাওয়া নিয়ে। তবে তাসকিন মনে করছেন কঠোর পরিশ্রমেই সুফল মিলেছে তার।  


দেশ ছাড়ার আগে তাসকিন বলেন, ‘সত্যি কথা বলতে একমাত্র নিয়ন্ত্রণ করতে পারব আমার হার্ড ওয়ার্কটা। আল্লাহর রহমতে বেশি দিন বাইরে থাকতে হয়নি। এক সিরিজ পরই দলে ফিরেছি। এবার ১২০ ভাগ দেব এবং ম্যাচ জেতানোর চেষ্টা করব।



promotional_ad

‘আমার বিশ্বাস আমাদের সে সামর্থ্য আছে ভালো করার ও ঘুরে দাঁড়ানোর। ভালো শুরু হলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। ফাইনাল খেলার আশা আমাদের মধ্যে আছে, আমাদের সবার মধ্যেই আছে।'


একইসঙ্গে বোলিং বিভাগের নিশ্চয়তা দিচ্ছেন তাসকিন আহমেদ। তার বিশ্বাস চলতি বছরে খেলা তিনটি সিরিজের চাইতে এই সিরিজে ভাল বোলিং করবে দলের বোলাররা।


‘শ্রীলঙ্কায় আগেও একটা সিরিজ খেলেছি। খুবই ট্রু উইকেট হয়। ব্যাটিং উইকেট হয়। যদিও টাফ চ্যালেঞ্জ ইন্ডিয়া আর শ্রীলঙ্কার বিপক্ষে...তো এরমধ্যে আমাদের সেরাটা আমরা দিব। বোলিং বিভাগ গতবারের চেয়ে ভাল করবে, ব্যাটিংও ভাল করবে।’



উল্লেখ্য, ৬ই মার্চ শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। ৮ই মার্চ সিরিজে নিজেদের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ শক্তিশালী ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball