হাথুরুসিংহে ভীতি নেই মাশরাফির

বাংলাদেশ
হাথুরুসিংহে ভীতি নেই মাশরাফির
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কা সিরিজে বিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহের মুখোমুখি হবে টাইগাররা। এই ব্যাপারে তাই জল্পনা কল্পনার শেষ নেই দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের। 

অনেকেই বলছেন, টাইগারদের দুর্বলতার জায়গাগুলো জানা থাকায় কঠিন হবে আসন্ন সিরিজগুলো। অপরদিকে অনেকেই স্বাগতিক সুবিধাকেই প্রাধান্য দিচ্ছে। টাইগারদের ওয়ানডে অধিনায়কও মনে করছেন মনের জোর বাড়িয়ে খেললে ভয় পাওয়ার কোনও কারণ নেই।

সোমবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "ভদ্রলোক (চন্ডিকা হাথুরুসিংহে) আমাদের সঙ্গে শেষ চার বছর কাজ করেছেন। আমাদের সব কিছুই তার খুব ভালো জানা। অবশ্যই সেটা তার গেম প্ল্যানিংয়ে ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের নিয়ে লক্ষ্য-কৌশল আঁটাও সহজ হবে; কিন্তু আমি তাতে বিচলিত হতে চাই না। 

বিষয়টিকে নিয়ে খুব বেশি মাথা না ঘামিয়ে আমার সহযোদ্ধাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই। সেটা হলো- মনের জোর বাড়াতে হবে। হাথুরুকে নিয়ে বেশি মাথা না ঘামিয়ে যার যার কাজটা ঠিকমতো করার চেষ্টা থাকতে হবে। রাতারাতি তো আর যার যার ব্যাটিং-বোলিং বৈশিষ্ট্য পাল্টে ফেলা সম্ভব নয়।"

এদিকে আসন্ন সিরিজগুলোকে মাথায় রেখে আগামী ২৭ই ডিসেম্বর টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। তবে মেয়ের চোখের চিকিৎসার জন্য সোমবার রাতেই থাইল্যান্ড যাওয়ার কথা মাশরাফির। প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন সেখান থেকে ফিরেই।

জাগো নিউজকে টাইগারদের ওয়ানডে দলপতি জানিয়েছেন, "যেহেতু আজ রাতেই যাচ্ছি, সে কারণে অনুশীলন ক্যাম্পের শুরু থেকে যোগ দেয়া সম্ভব নয়। আশা করছি আগামী ২ জানুয়ারি আমি প্র্যাকটিসে যোগ দিব।"

ছবিঃ- ইন্টারনেট


আরো পড়ুন: this topic