promotional_ad

শান্ত-রাহীদের 'গ্রিন সিগন্যাল' দিলেন পাপন

promotional_ad

সামনের বছরের শুরুতেই দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ। আর এই উপলক্ষে খুব দ্রুতই দল ঘোষণা করবে বিসিবি। তবে দলে খুব বড় পরিবর্তন দেখছেন না বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।




বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন বলছিলেন,  "আমরা মনে করি নতুন একটা দুইটা ছেলে সুযোগ পেতে পারে। যেমন সাইফুদ্দীন কিন্তু ঢুকেছে। আরো কয়েকটা ছেলে আছে। এখান থেকে এদেরকে কোথায় কোথায় ফিট করা যায়, তা চিন্তা করছি।"




তবে দুই একটা পরিবর্তন আসতে পারে বলে উল্লেখ করেছেন বোর্ড সভাপতি। বিপিএলে ভালো পারফর্ম করে বোর্ড সভাপতির মন কেড়েছেন খুলনা টাইটান্সের কয়েকজন দেশীয় ক্রিকেটার।



promotional_ad



তারা হলেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন এবং আবু জায়েদ রাহী। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে সাইফুদ্দিন যেভাবে সুযোগ পেয়েছিলেন সেই উদাহরণ টেনে বুধবার সন্ধ্যায় বোর্ড সভাপতি জানিয়েছেন, 




"এখনই দুই একজনকে সুযোগ দেয়া উচিত। তারা কারা, তা আমি জানি না। এটা কোচ ও নির্বাচকরা দেখবেন। তবে আমি ব্যক্তিগতভাবে অনেকের পারফর্ম দেখেছি। যেমন শান্ত নামে একটা ছেলে (নাজমুল হোসেন শান্ত) আছে। তার একটা সম্ভাবনা আছে।"





তবে আমি মনে করি টি-টোয়েন্টির জন্য না, তাকে শুরু করা যেতে পারে টেস্ট দিয়ে। এটা আমি বলছি আর কি! কার জায়গায় আসবে, সেটাও দেখার বিষয়। হয়তো মুমিনুলের জায়গায় খেলার সামর্থ্য তার আছে। কিন্তু মুমিনুলও ভালো পারফরমার। পরিবর্তন আনা আসলে কঠিন।"




আফিফ এবং রাহীর পারফরম্যান্সেরও গুণগান করে তিনি জানান, "হয়তো একটা দুইটা ম্যাচে সুযোগ দেয়া যেতে পারে। এর মানে এটা নয় যে, কাউকে বাদ দেয়া হবে। আফিফ ভালো খেলেছে। বোলিংয়ে কয়েকজনকে দেখেছি। রাহী দারুণ বোলিং করেছে। এদেরকে আমাদের সুযোগ দিতে হবে। যাতে সুযোগটা তারা পায়।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball