promotional_ad

'আগে আমি ছিলাম, এখন আছে সাকিব-তামিমরা'

promotional_ad

বাংলাদেশের বাঁ-হাতি অর্থোডক্স স্পিনারদের মধ্যে অন্যতম সেরা মোহাম্মদ রফিক। টেস্ট এবং ওয়ানডেতে দেশের হয়ে সবার আগে ১০০ উইকেট নিয়েছেন তিনি। আবার ব্যাটিংয়ে নামলে ছয়-চারের বন্যা দেখা যেতো তার ব্যাটে। 




আর তাই অন্য অনেকের মতো রফিকের দ্বিতীয় সন্তান পিয়াল হাসানও তার ভক্ত। জাগো নিউজের সঙ্গে আলাপকালে বাবাকে নিয়ে বলেছেন, "বাবার সব কিছুই ভাল লাগতো। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং। অনেক এনজয় করতাম। বাবা প্রথম ১০০ উইকেট পেয়েছে। তার কথা সবসময় লেখা থাকবে ইতিহাসে।




বাবার খেলা ছোট বেলা থেকে দেখতাম। যখন ব্যাটিং করতো ভালো লাগতো। ছয় মারত। সবাই তাকে এক নামে চিনতো। বন্ধুরা সবাই বলত-ট্রিট দে। তোর বাবা অনেক ভাল খেলে। সে রান করেছে, উইকেট পেয়েছে কিংবা ম্যান অফ দ্যা ম্যাচ হয়ছে। সবার সঙ্গে আনন্দ করতাম।"



promotional_ad



ক্রিকেটার হিসেবে ছেলে তাকেই পছন্দ করে শোনার পরে রফিক হাসিমুখে জানান, "আসলে যার যার পছন্দ তার তার মতো। অথবা যার যার পরিবারের একজন পছন্দের থাকে । হতে পারে আমার ছেলে আমাকে পছন্দ করেছে।"




তবে সময়ের সাথে অনেক ক্রিকেটারই এসেছে এবং আরও আসবে। এদের মধ্যে নতুনরাই পুরনোদের ছাড়িয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির গ্রাফ প্রসঙ্গে রফিকের জবাব,





"আমরা যখন খেলেছি ওই সময়ে, হতে পারে যে আমি ভালো খেলোয়াড় ছিলাম। এখন যে যুগ আসছে দেখেন তামিম, সাকিব সবাই ভালো। আবার পরে দেখা যাবে এদের টপকে আবার নতুন কেউ আসবে। এভাবেই ক্রিকেট চলবে। দিন দিন বাংলাদেশের এভাবেই উন্নতি হবে।"





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball