promotional_ad

ব্যাটসম্যানদের প্রতি নারাজ সাকিব

promotional_ad

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপূন্যে রংপুর রাইডার্সকে ৪৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠলো ঢাকা ডায়নামাইটস। একইদিনে নিজের ২৫০তম টি-টুয়েন্টি ম্যাচকে স্বরনীয় করে রাখলেন ডায়নামাইটস দলপতি সাকিব আল হাসান। 


প্রথমে ঢাকার ব্যাটিং বিপর্যয়ের দিনে ব্যাট হাতে নেমে খেলেন ৩৩ বলে অপরাজিত ৪৭* রানের ইনিংস। যার মধ্যে ছিলো দুটি চার ও দুটি ছক্কার মার। এরপর বল হাতে আবারো জ্বলে উঠলেন সাকিব। বুধবারের ম্যাচে চার ওভার বল করে একটি মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে তুলে নিয়েছেন দুইটি উইকেট। 


এদিন দুই উইকেট নিয়ে মোট ১৯ উইকেট নিয়ে এই বিপিএলে আবারো উঠে গেছেন সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষে। ব্যাট হাতে ৪৭* রান ও বল হাতে দুই উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিব আল হাসানের হাতে।



promotional_ad

ম্যাচ শেষে উচ্ছ্বসিত সাকিব। তবে এমন উইকেটে ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল মনে করছেন তিনি। উল্লেখ্য, সাকিব আর মেহেদী মারুফ (২৩ বলে ৩৩ রান) ছাড়া এদিন বলার মতো ইনিংস খেলেনি কোনো ডায়নামাইটস ব্যাটসম্যান। আর তাই নারাজ সাকিব।


ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে বলেছেন, "আমি মনে করি এটা ১৮০ রানের উইকেট নয়। তাই আমাদের যথাসম্ভব দায়িত্বের সঙ্গে ব্যাট করা উচিত ছিল। আর বোলিংয়ে আমাদের সূচনাটা দারুণ ছিল মোসাদ্দেক দারুণ বল করেছে। 


আমাদের বোলিং জুটিটা দারুণ ছিল। আর এই কারণেই বোলিংয়ে আমরা ভালো করেছি। ম্যাচও জিতেছি। তবে ব্যাটিংয়ে আমাদের আরেকটু ভালো করা উচিত ছিল।"






আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball