দ্রুত উইকেট হারিয়ে বিপাকে সিলেট

বাংলাদেশ
দ্রুত উইকেট হারিয়ে বিপাকে সিলেট
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪২ তম ম্যাচে নাসির হোসেনের সিলেট সিক্সার্সের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭০ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এই মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পরে সিলেট তারা দলীয় ৭ রানেই ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে হারায়। রিজওয়ান মেহেদী হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন।

১২ রান করা সিলেট দলপতি নাসির হোসেনকে বোল্ড করে ফিরিয়েছেন গ্রায়েম ক্রেমার।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৩৭ রান।

 আগে এই ম্যাচে টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠান সিলেট সিক্সার্স দলপতি নাসির হোসেন। ফলে ব্যাটিংয়ে নামেন কুমিল্লার দুই ওপেনার  লিটন দাস ও জস বাটলার।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। তারা দলীয় ২৪ রানে ব্যক্তিগত ৩ রান করা জস বাটলারের উইকেট হারায়। বাটলার বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন নাবিল সামাদের বলে।

তারপর ইমরুলকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত শুরু করেন লিটন দাস। অবশ্য ইমরুল খুব বেশিক্ষণ লিটনকে সঙ্গ দিতে পারেননি তিনি ব্যক্তিগত ৭ রানে নাসির হোসেনের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

পাওয়ার প্লে শেষে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৪৪ রান। ৬.৪ ওভারে দলীয় পঞ্চাশ পুরণ হয় কুমিল্লার। ভিক্টোরিয়ান্স ওপেনার লিটন দাস মাত্র ৩৬ বলে দুর্দান্ত  এক অর্ধশতক তুলে নিয়েছেন।

৩ ছয় ও ৫ চারে অর্ধশতকের দেখা পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ব্যক্তিগত ৬৫ রানে লিটন হোয়াইটলির বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তারপর একপ্রান্ত আগলে রাখা মারলন স্যামুয়েলসও অর্ধশতক তুলে নিয়েছেন।

তিনি ২ ছয় ও ৫ চারে অর্ধশতক পূরণ করেন। ৫৫ রান করা স্যামুয়েলস কামরুল ইসলাম রাব্বির বলে ফ্লেচারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

তারপর শোয়েব মালিকের অপরাজিত ২৮ রান ও হাসান আলীয় ১ রানে ভড় করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

কুমিল্লা একাদশঃ ইমরুল কায়েস, লিটন দাস, জস বাটলার, শোয়েব মালিক, মারলন স্যামুয়েলস, মোহাম্মদ সাইফ উদ্দিন, গ্রায়েম ক্রেমার, রকিবুল হাসান, মেহেদী হাসান, হাসান আলী ও আল-আমিন হোসেন।

সিলেট একাদশঃ মোহাম্মদ রিজওয়ান, আন্দ্রে ফ্লেচার, বাবর আজম, সাব্বির রহমান, নাসির হোসেন, রস হোয়াইটোলি, সোহেল তানভীর, মোহাম্মদ শরীফ , কামরুল ইসলাম রাব্বি, শরিফুল্লাহ ও নাবিল সামাদ।

আরো পড়ুন: this topic