৭ বছর পর জিম্বাবুয়ে দলে ক্রেমার
সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গ্রায়েম ক্রেমার। তাকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আসন্ন এই সিরজটি শুরু হবে ২৯ অক্টোবর।
সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গ্রায়েম ক্রেমার। তাকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আসন্ন এই সিরজটি শুরু হবে ২৯ অক্টোবর।
ব্র্যাড ইভান্সের সঙ্গে ব্লেসিং মুজারাবানির পেস আগুনে পুড়ে প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে একটুখানি উন্নতিতে কেবল দেড়শ ছুঁতে পেরেছে। তবে সেই রানও যথেষ্ট ছিল না জিম্বাবুয়েকে আবারও ব্যাটিংয়ে নামাতে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের তিন উইকেট নিলেন মুজারাবানি। ডানহাতি পেসারের সঙ্গে পাঁচ উইকেট নিলেন রিচার্ড এনগারাভা। তাদের দুজনের ওমন বোলিংয়ে ইব্রাহিম জাদরানের ৪২ রানের পরও ১৫৯ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়ে ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট জিতল জিম্বাবুয়ে।
একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান দিন শেষ করেছে ব্যাটিং ব্যর্থতায়। হারারেতে সোমবার প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছে মাত্র ১২৭ রানে। দারুণ বোলিংয়ে আলো কেড়েছেন জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স, ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেন পাঁচ উইকেট।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় স্বাভাবিকভাবেই এশিয়া কাপের সব ম্যাচে খেলতে হয়েছে রশিদ খানকে। বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজেও। এমনকি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচেও খেলেছেন রশিদ। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। রশিদকে যেন খেলতেই পারেননি মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানরা।
ম্যাচ জিততে শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ১১ রান। উইকেটে তখন নতুন দুই ব্যাটার ওয়েলিংটন মাসাকাদজা ও টাশিঙ্গা মুসেকিওয়া। শেষ ওভারে রশিদ খান বল তুলে দিলেন আজমতউল্লাহ ওমরজাইয়ের হাতে। তবে জিম্বাবুয়ের কাছ থেকে জয় ছিনিয়ে আনতে পারলেন না ডানহাতি এই পেসার। ওমরজাইয়ের অফ স্টাম্পের ফুলার লেংথের প্রথম বলটা স্লটেই পেয়েছিলেন মুসেকিওয়া। সুযোগটা হাত ছাড়া না করে চার মেরে প্রত্যাশিত শুরুই করলেন ডানহাতি ব্যাটার।