
মুস্তাফিজকে ছেড়ে দিল দুবাই ক্যাপিটালস
আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিবকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিবকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
আন্তর্জাতিক লিগ টি–টোয়েন্টির (আইএলটি২০) আসন্ন আসরে দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। দুজনই নিলামের শুরুর দিকে অবিক্রীত ছিলেন, তবে শেষ মুহূর্তে জায়গা করে নেন দুই ফ্র্যাঞ্চাইজিতে।
আইএল টি-টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ (১ অক্টোবর)। এর আগে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটাররা নিলামের জন্য নিজেদের নাম নিবন্ধন করার সুযোগ ছিল। সেখানে নাম দিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে নিলামে শুরুতে তাকে নেয়নি কোনো দল। দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে দলে নিয়েছে এমআই এমিরেটস। আর তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
বেশ কয়েক বছর ধরেই ক্রিকেটে বিনিয়োগের কথা ভাবছে সৌদি আরব। তারা আইপিএলের সঙ্গেও জড়িত হওয়ার গুঞ্জন ছিল। তবে নানা কারণে সেটা সম্ভব হয়নি। তবে এবার সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরব। এর ফলে দেশটিতে মাটিতে আইএল টি-টোয়েন্টি হতেও কোনো বাধা নেই।
ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি আইপিএলসহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অবসরের পর এবার তিনি আগ্রহ দেখিয়েছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) খেলার। সব ঠিকঠাক থাকলে তিনি আসন্ন মৌসুমের নিলামে নাম লেখাবেন।
আইএল টি-টোয়েন্টির দল গালফ জায়ান্টসের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এসেছে। আসন্ন মৌসুমের জন্য তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জোনাথন ট্রটকে। আর বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে শেন বন্ডকে।
মুস্তাফিজুর রহমান আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ৬ কোটি ভারতীয় রুপিতে দিল্লিতে যোগ দিয়েছিলেন।
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির প্রথম তিন আসরেই ড্রাফট হয়েছে। তবে চতুর্থ মৌসুমের আগে সেই নিয়মে পরিবর্তন এনেছে আয়োজকরা। এখন থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো আইএলটি-টোয়েন্টিতেও অনুষ্ঠিত হবে নিলাম। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর হবে নিলাম।
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির সবশেষ আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল আবুধাবি নাইট রাইডার্স। নতুন মৌসুমের আগে স্কোয়াডে শক্তি বাড়ানোর চেষ্টায় অ্যালেক্স হেলস, লিয়াম লিভিংস্টোন এবং শেরফান রাদারফোর্ডের মতো মারকুটে ব্যাটারদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত মৌসুমে তাদের হয়ে খেলা আলিসান শারাফু, আন্দ্রে রাসেল, চারিথ আসালাঙ্কা, ফিল সল্ট এবং সুনীল নারিনকে রিটেইন করেছে তারা।
আইএল টি-টোয়েন্টির আগের আসরগুলো সরাসরি সংঘর্ষ হয়েছিল সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টির সঙ্গে। এবার অবশ্য সেটা হচ্ছে না। এবারের আসর এগিয়ে আনা হয়েছে। টুর্নামেন্টটি মাঠে গড়াবে ২ ডিসেম্বর থেকে। ফাইনাল হবে ৪ জানুয়ারি। যদিও এই টুর্নামেন্টটির শেষদিকে সংঘর্ষ হচ্ছে এসএ টোয়েন্টির সঙ্গে।
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টি এর চতুর্থ আসর এবার একটু আগেই মাঠে গড়াতে যাচ্ছে। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টটির আগামী আসর অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত।
সিকান্দার রাজা যখন উইকেটে যান, দলের অবস্থা তখন বিশেষ সুখকর নয়। জয়ের জন্য দরকার ১৯ বলে ৩৮ রান। সেই ম্যাচটি চার বল আগেই শেষ করে দেন রাজা। তার ১২ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে চার উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস। আইএল টি-টোয়েন্টিতে এটিই দলটির প্রথম শিরোপা।