ভারতের বিপক্ষে ছিটকে পড়লেন ডি ভিলিয়ার্স

আন্তর্জাতিক
ভারতের বিপক্ষে ছিটকে পড়লেন ডি ভিলিয়ার্স
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

ভারতের বিপক্ষে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতে আর খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। বিরাট কোহলির দলের বিপক্ষে ওয়ান্ডারার্স টেস্টে ব্যাটিংয়ের সময় ডান হাতের তর্জনীতে আঘাত পান এবি। এরপরেই ছিটকে পড়তে হয় তাঁকে।

মেডিক্যাল রিপোর্ট থেকে জানা গেছে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে তাঁর পুরোপুরি সুস্থ হতে। সেক্ষেত্রে সিরিজের চতুর্থ ওয়ানডতে ফিরতে পারেন তিনি। 


তবে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ডি ভিলিয়ার্সের বদলী কারো নাম ঘোষণা করেনি। যদিও জানা গেছে দলে অন্তর্ভুক্তি ঘটতে পারে ডান হাতি ব্যাটসম্যান কায়া জোন্ডোর।

২৭ বছর বয়সী এই প্রোটিয়া এখন পর্যন্ত একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ডি ভিলিয়ার্সের বদৌলতে এবার ভাগ্য খুলতেও পারে তাঁর। এখন পর্যন্ত ১০০ টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩১.৭৮ গড়ে ৪৭০৪ রান সংগ্রহ করেছেন জোন্ডো। যেখানে হাঁকিয়েছেন ৯টি শতক এবং ২৫টি অর্ধশতক। সুতরাং বলাই যায় ব্যাট হাতে খুব একটা খারাপ নন এই প্রোটিয়া। 

এর আগে ২০১৫ সালেও ভারত সফরের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন জোন্ডো। কিন্তু সেবার একটি ম্যাচেও তাঁকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। ফলে অভিষেকের স্বপ্ন পূরণ হয়নি তাঁর। 

উল্লেখ্য আগামী মাসের এক তারিখে ভারতের বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারবানে।

সুত্র- ক্রিকইনফো ও ক্রিকবাজ

আরো পড়ুন: this topic