ইংল্যান্ড লায়ন্সের কোচিং স্টাফে স্টোকস-মঈন

ইংল্যান্ড ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান শাহীন্সের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড লায়ন্স। সাদা বলের সেই সিরিজে লায়ন্সের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন বেন স্টোকস ও মঈন আলী। পুনর্বাসনের অংশ হিসেবে হিসেবে কোচ হিসেবে কাজ করবেন স্টোকস। সাবেক অলরাউন্ডার মঈনের জন্য কোচিংয়ে ক্যারিয়ারের গড়ার প্রথম ধাপ।

গত অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে বোলিং করার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন স্টোকস। সেই চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। চোট কাটিয়ে ফেরার জন্য পুনর্বাসন চলছে তাঁর। টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ায় বর্তমানে জাতীয় দলের ব্যস্ততা নেই ইংলিশ অলরাউন্ডারের। যার ফলে পুনর্বাসনের অংশ হিসেবেই সংযুুক্ত আরব আমিরাতে লায়ন্সের সঙ্গে কোচ হিসেবে কাজ করবেন স্টোকস।

চোটে পড়ায় দ্য হান্ড্রেডের গত মৌসুমে নর্দার্ন সুপারচার্জার্সে পরামর্শক হিসেবে কাজ করেছিলেন তিনি। এবার দেখা যাবে কোচের ভূমিকায়। স্টোকসের পাশাপাশি কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন মঈনও। জাতীয় দলে ভবিষ্যত না দেখায় ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াতে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার।

যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে দেশে ফেরার পর অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন মঈন। টি-টোয়েন্টি ব্লাস্টের আগামী মৌসুমে খেলবেন ইয়র্কশায়ারের হয়ে। পাশাপাশি দ্য হান্ড্রেডেও দেখা যেতে পারে তাকে। এমন অবস্থায় কোচিংয়ের সঙ্গে যুক্ত হলেন তিনি। যেখানে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে কাজ করবেন মঈন ও স্টোকস।

তাদের দুজন ছাড়াও লায়ন্সের কোচিং স্টাফে আছেন পেস বোলিং ট্রয় কোলি, সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার নিল ম্যাকেঞ্জি, ইংল্যান্ডের সাবেক উইকেটকিপার ব্যাটার সারাহ টেলর, ডারহামের সাবেক পেসার নিল কিলেন এবং ইংল্যান্ড জাতীয় দলের লেগ স্পিনার আদিল রশিদের ভাই আমার রশিদ। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজটি।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা সাকিব মাহমুদ আছেন টি-টোয়েন্টি দলে। টেস্টের নিয়মিত সদস্য ম্যাথু পটস খেলবেন ৫০ ওভারের ক্রিকেটের সিরিজে। জিম্বাবুয়ের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলা স্যাম কুকও আছেন স্কোয়াডে। এ ছাড়া লায়ন্সের দলে আছেন জেমস রিউ, অ্যাসা ট্রাইব, জেমস কোলস এবং স্কট কারির মতো প্রতিভাবান ক্রিকেটাররা। এমনকি রাখা হয়েছে সনি বেকার এবং ড্যান মাউসলিকে।

লায়ন্স টি-টোয়েন্টি স্কোয়াড— জর্ডান কক্স, সনি বেকার, লুস বেনকেনস্টেইন, জেমস কোলস, স্যাম কুক, স্কট কারি, কালভিন হারিসন, এডি জ্যাক, সাকিব মাহমুদ, বেন ম্যাকিনি, টম মুরস, ড্যান মাউসলি, ম্যাট রেভিস, উইল স্মিদ, নাথান সওটার, মিচেল স্ট্যান্টলি, অ্যাসা ট্রাইব।

লায়ন্স ৫০ ওভারের স্কোয়াড— ড্যান মাউসলি, সনি বেকার, লুস বেনকেনস্টেইন, স্যাম কুক, জেমস কোলস, স্কট কারি, কালভিন হারিসন, এডি জ্যাক, বেন ম্যাকিনি, লিয়ান প্যাটারসন-হোয়াইট, ম্যাথু পটস, ম্যাট রেভিস, জেমস রিউ, মিচেল স্ট্যান্টলি, অ্যাসা ট্রাইব, জেমস হোয়ার্টন।

আরো পড়ুন: