রাজনীতি ক্রিকেট ও মানবসমাজকে ক্ষতিগ্রস্ত করছে, দাবি সাকলাইন মুশতাকের
উপমহাদেশের বেশিরভাগ ক্রিকেট বোর্ডই দেশের রাজনৈতিক ব্যক্তিদের কথায় ওঠবস করে। সবশেষ কয়েক দশকে সেটার প্রভাব ক্রমশই বেড়েছে। বোর্ডগুলোর সঙ্গে রাজনীতির মানুষদের এমন সম্পর্ক বড় পরিসরে ক্ষতি করছে এশিয়ার ক্রিকেটের। সাকলাইন মুশতাক চাওয়া যাতে খেলাধুলা কিংবা ক্রিকেট থেকে রাজনীতি নির্মূল হয়। পাকিস্তানের সাবেক স্পিনার মনে করেন, রাজনীতি মানবসমাজকে ক্ষতিগ্রস্ত করছে।