বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেলেন মিলার

সাউথ আফ্রিকা ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ডেভিড মিলার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে দুর্ভাবনায় ছিল সাউথ আফ্রিকা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বাঁহাতি ব্যাটারকে নিয়ে শঙ্কার মেঘ কেটে গেছে। আগামী ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া বিশ্বকাপ খেলার জন্য মেডিকেল বিভাগের ছাড়পত্র পেয়েছেন মিলার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা।

এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালসের হয়ে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন মিলার। জোবার্গ সুপার কিংসের বিপক্ষে পাওয়া সেই চোটে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে যান পার্লের অধিনায়ক। কুঁচকির চোটে পড়ায় ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মিলার খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও নেই বাঁহাতি এই ব্যাটার। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পুনর্বাসনে ছিলেন মিলার। কয়েক দিনের ব্যবধানেই সেরে উঠেছেন তিনি। মেডিকেল বিভাগের সবুজ সংকেত পাওয়ায় বিশ্বকাপ খেলতে বাধা থাকছে না তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের বিমান ধরবে সাউথ আফ্রিকা।

জোহানেসবার্গ থেকে ছেড়ে যাওয়া বিশ্বকাপের বিমানে উঠছেন মিলারও। বাঁহাতি ব্যাটার ফেরায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে সাউথ আফ্রিকা। কারণ কয়েক দিন আগেই চোটের কারণে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে তাদেরকে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন টনি ডি জর্জি ও ডনোভান ফেরেইরা। তাদের দুজনের বদলি হিসেবে ট্রিস্টিয়ান স্টাবস ও রায়ান রিকেলটনকে দলে নিয়েছে প্রোটিয়ারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ আফগানিস্তান, নিউজিল্যান্ড, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত। ৯ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবেন এইডেন মার্করামরা। বিশ্বকাপ শুরুর আগে অবশ্য ৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সাউথ আফ্রিকা।

আরো পড়ুন: