বেসিক জিনিস ভুল করলে টিভির সামনে বসে দেখতে খারাপ লাগে: নাসির
‘এতদিন ধরে ক্রিকেট খেলে পায়ে লাগলে এরা বুঝে না কোনটা আউট আর কোনটা আউট না! একটা রিভিউ বাকি থাকলে এখন সাকিব আর আউট হতো না।’ ব্যাটে লাগার পরও আম্পায়ারের সিদ্ধান্তে তানজিম হাসান সাকিব আউট হওয়ায় এভাবেই ফেসবুকে ক্ষোভ উগরে দেন নাসির হোসেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেটা নিয়ে আরও বিস্তর কথা বলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। নাসিরের মতে, বাংলাদেশের ব্যাটাররা আজকাল অতিরিক্ত রিভিউ ব্যবহার করছে। সেই ভুলের খেসারতও দিতে হচ্ছে দলকে।