অনেকের চেয়ে সাকিবের গেইম অ্যাওয়ারনেস হাজারগুণ ভালো: ইমরুল

বাংলাদেশ ক্রিকেট
ইমরুল কায়েস ও সাকিব আল হাসান
ইমরুল কায়েস ও সাকিব আল হাসান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত দেড় বছরে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ছিল না সাকিব আল হাসানের নাম। এর আগে বিভিন্ন সময় সাকিবকে আবারও জাতীয় দলে ফেরানোর আলোচনা সামনে এলেও বিসিবি বারবার বল ঠেলে দিয়েছে সরকারের কোর্টে। যদিও এই অলরাউন্ডারকে জাতীয় দলে ফেরাতে তোড়জোড় শুরু করে দিয়েছে বিসিবি।

এমনকি সাকিবকে ফেরানো হতে পারে কেন্দ্রীয় চুক্তিতেও। এসব নিয়ে বোর্ডের মধ্যে আলোচনা চলছে। এমনকি সাকিবকে ফেরাতে সরকারের সঙ্গেও কথা বলবে বিসিবি। ২০২৪ সালেই দেশের মাটিতে খেলে টেস্ট থেকে অবসরের ইচ্ছের কথা জানিয়েছিলেন সাকিব। তবে তীব্র আন্দোলনের মুখে দুবাইয়ে এসেও ফিরে যেতে হয়েছিল সাকিবকে।

বাংলাদেশ দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস মনে করেন সাকিব যদি বাংলাদেশে এসে অবসর নিতে পারেন তাহলে তা পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এমনকি সাকিবের অবসর দেখেও অনেকে অনুপ্রাণিত হতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক এই বাঁহাতি ওপেনার।

নিজের ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএসের নতুন ব্যাট উন্মোচনের দিনে সাকিবকে নিয়ে ইমরুল বলেছেন, 'এটা শুধু সাকিবের জন্য না, আমি মনে করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের কাছে অন্তত লেগ্যাসি থাকবে সাকিব বাংলাদেশে এভাবে অবসর নিয়েছে। এটা দেখে আমাদের পরবর্তী প্রজন্ম অনুপ্রাণিত হবে যে সাকিবের মতো বা অমুক ভাইয়ের মতো অবসর নিতে চাই। আমাদের ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত এটা (মাঠে থেকে ক্রিকেটারদের অবসর) হয় নাই। ক্রিকেট জাতি হিসেবে ক্রিকেটারদের ভালোভাবে বিদায় দেয়া উচিত।'

জাতীয় দলে না খেললেও সাকিব নিয়মিত খেলে চলেছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। আবু ধাবি টি-টেনে মাঠ মাতিয়েছেন সাকিব। এরপর পাকিস্তানে গিয়েছিলেন পিএসএল খেলতে। অংশ নিয়েছেন আইএল টি-টোয়েন্টিতে। তিনি এমআই এমিরেটসের হয়ে ফাইনালে খেলেছেন। তবে অল্পের জন্য শিরোপা জিততে পারেননি তার দল। সাকিব ফিটনেসের ক্ষেত্রে তরুণদের চেয়ে পিছিয়ে থাকলেও সাকিবের অভিজ্ঞতা বাংলাদেশ দলের কাজে লাগবে।

এ প্রসঙ্গে ইমরুল বলেন, 'সাকিবের ফিটনেসের কথা যদি চিন্তা করেন অনেক তরুণ ছেলেদের চেয়ে হয়ত সে কিছুটা পিছিয়ে থাকবে। কিন্তু সাকিব জীবনে যে পরিমাণ ক্রিকেট খেলেছে আমার মনে হয় তার ফিটনেসের চেয়ে গেইম সেন্স, গেইম অ্যাওয়ারনেস যেটা আছে এটা অনেকের চেয়ে হাজারগুণ ভালো। সাকিবের অভিজ্ঞতা এবং মেধা আমার মনে হয় মাঠে বড় একটা প্রভাব ফেলবে।'

সাকিবের দেশে ফেরা নিয়ে ইমরুল আরও বলেন, 'প্রথমত সামনে বাংলাদেশে নির্বাচন। আমার মনে হয় না নির্বাচনের আগে সাকিব বাংলাদেশে আসবে। সরকার বা আমাদের বোর্ডে কী সিদ্ধান্ত নিয়েছে, ওর সাথে কী কথা বলেছে এটা তো আমি জানি না। কিন্তু ওর সাথে যখন কথা হয় তখন অন্যান্য বিষয়গুলো নিয়ে বেশি কথা হয়। ক্রিকেটীয় বিষয়গুলো নিয়েও অনেক বেশি কথা হয়। এসব (দেশে ফেরা) নিয়ে এত বেশি আলোচনা হয় না। যখন হয় তখন ও (সাকিব) বলে বাংলাদেশের ক্রিকেটকে সে মিস করে। বাংলাদেশের ক্রিকেট কোথায় ছিল এবং এখন কোথায় আছে এসব নিয়েও কথা হয়। সে বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তা করে।'

আরো পড়ুন: