পিএসএলে এটিই হবে কোচ হিসেবে পেইনের প্রথম অভিজ্ঞতা। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগে (বিবিএল) অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে কাজ করে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
এবারের আসরের আগে পিএসএলে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে, যার একটি শিয়ালকোট স্ট্যালিয়ন্স। এর কয়েক দিন আগেই আরেক নতুন দল হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে।
ফলে পিএসএলের নতুন দুটি দলই তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক দুই তারকাকে নিয়ে। এদিকে পিএসএলের অন্যতম পুরাতন ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ তাদের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক কিউই অলরাউন্ডার জ্যাকব ওরামকে।
এদিকে নিলামের জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন সময়সীমা বাড়িয়েছে পিএসএলের গভর্নিং কাউন্সিল। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন বিদেশিরা। ৪ কিংবা ৫ ফেব্রুয়ারি পিএসএলের ৮ দলের রিটেইন ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হতে পারে।
এ ছাড়া নিলামে নিবন্ধন করা ক্রিকেটারদের পুরো তালিকা পাওয়া যেতে পারে ৮ কিংবা ৯ ফেব্রুয়ারি। আগামী ১১ ফেব্রুয়ারি হবে পিএসএল নিলাম। এর আগে অবশ্য মুলতান সুলতান বিক্রির জন্য নিলাম করবে পিসিবি।