বিপিএলে ঢাকার হয়ে খেলবেন তাসকিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারকে আগামী মৌসুমে খেলতে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে তাসকিনকে দলে নিয়েছে তারা। আনুষ্ঠানিকভাবে তাসকিনকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকার হয়ে খেলবেন সাইফ হাসানও।