১৭ বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ম্যাচ খেলবে পাকিস্তান
প্রথমবারের মতো দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে অক্টোবরে পাকিস্তান যাচ্ছে সফরকারীরা। দুই দলের ওয়ানডে সিরিজের পুরোটা হবে ফয়সালাবাদে। সেই সিরিজ দিয়েই ১৭ বছর পর ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।